• প্রচারের ধকলেও ঝরে পড়ছে গ্ল্যামার, ফিটনেসের সিক্রেট ফাঁস রচনার
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • প্রথমে অভিনয়, পরে দিদি নম্বর ১-এর মতো জনপ্রিয় টিভি শো-এর সঞ্চালনার মধ্যে দিয়ে বাংলার লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি রাজনীতির ময়দানেও। হুগলি লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই হুগলিতে ঘাঁটি গেড়েছেন তিনি। লাইট - ক্যামেরা - অ্যাকশনের রিল লাইফ থেকে সরাসরি এখন রাজনীতির রিয়েল লাইফে। প্রতিদিনই সকাল থেকে চলছে প্রচার। এদিকে মাথার ওপরে চড়া রোদও বেশ গরমের অনুভূতি দিচ্ছে। এই পরিস্থিতিতে কী ভাবে নিজেকে ফিট রাখছেন, খাওয়াদাওয়াই বা কী করছেন, সেই সমস্ত বিষয়ে জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়।কী কী খাচ্ছেন?এই গরমে সারাদিন কী খাওয়াদাওয়া করছেন, সেই প্রশ্নের উত্তরে রচনা বলেন, 'গরম লাগছে ঠিকই, তবে খাওয়াদাওয়া ঠিকঠাক করছি। একটু ফল খাচ্ছি, ডাবের জল খাচ্ছি। বেশি সিদ্ধ খাচ্ছি, জল খাচ্ছি।'

    কীভাবে পরিচর্যা ত্বক ও চুলের?মাথার উপরে প্রখর রোদ। আর তার মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা ধরে করতে হচ্ছে প্রচার। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যেহেতু রচনা বিনোদন জগতের মানুষ, তাই এই রোদের মধ্যে ত্বক ও চুল কী ভাবে রক্ষা করছেন? এই বিষয়ে অবশ্য রচনার উত্তর, 'দু'মাসের জন্য এত ভাবলে হবে না। দু'মাস পর আবার সব যত্ন নেব।'

    বর্তমানে হুগলির চুঁচুড়ায় থাকছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রোজই হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় চালাচ্ছেন প্রচার। সঙ্গে দেখা যাচ্ছে অসিত মজুমদার, বেচারাম মান্নার মতো জেলার শীর্ষ তৃণমূল নেতৃত্বকে। প্রতিদিনই একাধিক সভ ও রোড শো করছেন রচনা। বিভিন্ন মন্দির দর্শন করে দিচ্ছেন পুজোও। রচনাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস উদ্দিপনাও লক্ষ্য করা যাচ্ছে ভোটারদের মধ্যে। বিশেষত মহিলা ভোটারদের একটা বড় অংশের মধ্যে যথেষ্টই জনপ্রিয়তা রয়েছে রচনার। তাই রচনার যে কোনও সভা ও রোড শো-তে মহিলাদের উপস্থিতি থাকছে চোখে পড়ার মতো। রচনা যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের মধ্যে তাঁর সঙ্গে সেলফি তোলার রীতিমতো হিড়িক পড়ে যাচ্ছে।

    যদিও রচনার এই জনপ্রিয়তাকে অবশ্য একেবারেই গুরুত্ব দিতে নারাজ হুগলির বিদায়ী সাংসদ তথা এবারেও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই বিষয়ে লকেট কিছুদিন আগেই রচনাকে কটাক্ষ করে বলেন, 'টিকিট পেয়েছেন তাই এসেছেন, ক'দিনের জন্য ছুটি নিয়ে এসেছেন, হেরে যাবেন, আবারও দিদি নম্বর ওয়ান চলবে।'
  • Link to this news (এই সময়)