• BJP-তে যোগদান প্রাক্তন স্বামীর, প্রচারের মাঝেই প্রশ্ন শুনে রচনা বললেন...
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • সুজয় মুখোপাধ্যায়| এই সময় ডিজিটাললোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রের 'ভোট সৈনিক' হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত সেখানে প্রচার চালাতে দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। একদিকে যখন তিনি তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জয়ের জন্য 'প্রাণপাত' করছেন সেই সময় দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন রচনা বন্দ্যোপাধ্যায়ের 'প্রাক্তন স্বামী' তথা অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র । লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি, জল্পনা এমনটাই।

    আমার অনেক শুভেচ্ছারচনা বন্দ্যোপাধ্যায়

    এবার প্রচারে নেমে সিদ্ধান্তের BJP-তে যোগদান করা নিয়ে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হুগলিতে প্রচারে গিয়েছিলেন রচনা। সেখানেই প্রচারের ফাঁকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় সিদ্ধান্তের বিজেপিতে যোগদান নিয়ে।

    হাসি মুখেই সেই প্রশ্নের জবাব দেন রচনা। তিনি বলেন, ‘আমার অনেক শুভেচ্ছা।’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘আমি এখন হুগলিবাসীর কথা বলব। তা বাদে কে কী করছে, কী বলছে তা নিয়ে ভাবনা চিন্তা করার সময় নেই।’ হুগলির উন্নয়নই তাঁর প্রাথমিক লক্ষ্য, তা কার্যত স্পষ্ট করেছেন তিনি।

    'সবসময় মনে রাখবি মা বউ আগে' ভোটের প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়

    এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি দিদির সঙ্গে আছি, দিদির পাশে আছি। পশ্চিমবঙ্গের যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি। এখন আমি হুগলিবাসীর কথা বলব। হুগলির উন্নয়ন করব। কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কী বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার সময় নেই।' উল্লেখ্য, ওডিয়া ছবির নায়ক সিদ্ধান্ত। তাঁর রাজনৈতিক যাত্রাটা শুরু হয়েছিল ২০০৯ সালে। তিনি বিজু জনতা দলের হয়ে ওডিশার ব্রহ্মপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং জয়ীও হয়েছিল। এরপর ২০১৪ সালে তিনি ওই লোকসভা আসনে লড়ে দ্বিতীয়বার সংসদে যান। কিন্তু, ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেওয়া হয়নি। বৃহস্পতিবারই তিনি যোগদান করেন বিজেপিতে।

    উল্লেখ্য, ওডিশার এই তারকার সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে কাজ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। শোনা যায়, রিল লাইফের রোমান্স ধীরে ধীরে রিয়েল লাইফেও জায়গা করে নেয়। গুঞ্জন ছিল, গোপনে নাকি তিনি বিয়ে করেছিলেন রচনাকে। সিদ্ধান্তের বিজেপিতে যোগদান নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। তিনি বিজেপিতে যোগদান করেই মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। শোনা যাচ্ছে, BJP-র টিকিটে ভোটে লড়তে পারেন সিদ্ধান্ত। তবে কোন কেন্দ্র থেকে লড়াই করবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, জানা যাচ্ছে এমনটাই।
  • Link to this news (এই সময়)