• বিধ্বংসী পরাগ, আইপিএলের শুরুতেই জোড়া হার পন্থদের
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জোড়া হার দিল্লি ক্যাপিটালসের। পাঞ্জাব কিংসের পর রাজস্থান রয়্যালসের কাছেও হেরে গেল ঋষভ পন্থের দল। বৃহস্পতিবার জয়পুরে ১২ রানে জিতলেন সঞ্জু স্যামসনরা।‌ রিয়ান পরাগের বিধ্বংসী ব্যাটিং দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। ৪৫ বলে ৮৪ রানে অপরাজিত। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে রাজস্থান। জবাবে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রানে থামে দিল্লির ইনিংস। শেষ ওভারে দুর্দান্ত বল করেন আবেশ খান। প্রয়োজন ছিল ১৭ রান। সেখানে মাত্র ৫ রান দেন। মারাত্মক দুর্ঘটনা পেছনে ফেলে জীবনযুদ্ধে জয় পেলেও, প্রত্যাবর্তনের পর বাইশ গজে এখনও জয়ের মুখ দেখলেন না ঋষভ পন্থ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পন্থ। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান। ৩৬ রানে ৩ উইকেট হারায়। রান পাননি যশস্বী জয়েসওয়াল (৫), জস বাটলার (১১), সঞ্জু স্যামসন (১৫)। দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রিয়ান পরাগ। আনরিচ নোখিয়ার শেষ ওভারে ২৫ রান তোলেন তরুণ ক্রিকেটার। এটাই দু"দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন রবিচন্দ্রন অশ্বিন (২৯) এবং ধ্রুব জুরেল (২০)। রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার (৪৯) এবং ট্রিস্টান স্টাবস (৪৪) ছাড়া কেউ রান পায়নি। মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন অস্ট্রেলিয়ান তারকা। মিচেল মার্শ শুরুটা ভাল করলেও ১২ বলে ২৩ রান করে ফিরে যান। এদিনও বিশেষ নজর কাড়তে পারেননি ঋষভ পন্থ। ২৬ বলে ২৮ রান করে ফেরেন। শেষদিকে আপ্রাণ চেষ্টা করেন স্টাবস। ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। জোড়া উইকেট নেন নান্দ্রে বার্গার এবং যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন পর কুল-চা জুটিকে একসঙ্গে মাঠে দেখা যায়। তবে দু"জনের দ্বৈরথে জয় হয় যুজির। 
  • Link to this news (আজকাল)