• কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মুখোমুখি নরেন্দ্র মোদি-বিল গেটস
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শিল্পপতি বিল গেটসের সঙ্গে একান্ত আলাপচারিতায় মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুজনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে উভয়ের মধ্যে কথা হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারতের মত বৃহত্তম গণতান্ত্রিক দেশে ডিপফেক ভিডিও তৈরি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁর গলার স্বরও নকল করা হচ্ছে। এটা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এই প্রযুক্তির সঠিক ব্যবহার করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এর ব্যবহার করছেন তাঁরা যেন এর সঠিক ব্যবহার করেন। তবে যদি অশিক্ষিতের হাতে এই প্রযুক্তি চলে যায় তবে তার সঠিক ব্যবহারের পরিবর্তে অপচয় হবে। একটি ওয়াটার মার্কের কথা এদিন বলেন প্রধানমন্ত্রী। এরফলেই বোঝা যাবে কোনটি সঠিক এবং কোনটি ভুল। অন্যদিকে শিল্পপতি বিল গেটস বলেন, এআই প্রযুক্তির ব্যবহার সদ্য শুরু হয়েছে। এর ভাল-খারাপ উভয় দিকই রয়েছে। তাই একে প্রথম থেকেই চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কেন্দ্রীয় সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। ক্যাবিনেট ইতিমধ্যেই ১০ হাজার কোটি টাকার বেশি এর জন্য বরাদ্দ করেছে।   
  • Link to this news (আজকাল)