• অরুণাচল নিয়ে চিনের ‘হাস্যকর’ দাবি উড়িয়ে দিল ভারত
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অরুণাচল নিয়ে চিনের দাবি হাস্যকর বলে উড়িয়ে দিল ভারত। অরুণাচল ভারতের ছিল, আছে, থাকবে জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, চিন অরুণাচল প্রদেশকে তাঁদের অংশ বলে যে দাবি করেছে তা একেবার হাস্যকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল ভ্রমণের পরই এই দাবি তুলেছে চিন। তাঁদের এই ভিত্তিহীন দাবি মানছে না ভারত। প্রসঙ্গত, অরুণাচলে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেলা টানেলের উদ্বোধন করেছেন। এই টানেল বর্তমানে চিনের চক্ষুশূল হয়ে উঠেছে। এরপরই চিনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে অরুণাচল নিয়ে বারে বারে বিবৃতি দেওয়া হয়েছে। লালফৌজের এই দাবি ভারত মানছে না বলেই জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। 
  • Link to this news (আজকাল)