• ‌ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস পাঠিয়ে দিল আয়কর বিভাগ
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল। তার আগেই ১৭০০ কোটি টাকার আয়কর নোটিস গেল কংগ্রেসের কাছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এরপরেই কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস দিল আয়কর বিভাগ। ২০১৭–১৮ থেকে ২০২০–২১–এই তিন বছরে কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ–সহ কংগ্রেসকে দিতে হবে ১৭০০ কোটি টাকা। প্রসঙ্গত, কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত করছে আয়কর বিভাগ। তাদের দেওয়া আয়করের পুনঃমূল্যায়ন করা হচ্ছে। এর আগে বকেয়া কর হিসাবে কংগ্রেসকে ১০৫ কোটি টাকা দেওয়ার নোটিস দিয়েছিল আয়কর দপ্তর। সেই নোটিসে স্থগিতাদেশ চেয়েও দিল্লি হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে। এবারও সেটাই হয়েছে। তারপরেই আয়কর বিভাগ ১৭০০ কোটি টাকার নোটিস পাঠিয়ে দিল। এই আদেশ স্থগিত করার জন্য আপিল ট্রাইব্যুনালে নতুন করে কংগ্রেস আবেদন করে কিনা সেটাই দেখার। 
  • Link to this news (আজকাল)