• বিএসএফের বড় সাফল্য, বাজেয়াপ্ত ৪ কোটি ৭০ লক্ষ টাকার সোনা, গ্রেপ্তার ৪...
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নদীয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান বিএসএফের। উদ্ধার বিপুল পরিমান সোনা। উদ্ধার হওয়ার সোনার দাম সাড়ে চার কোটি টাকার বেশি। ঘটনার জেরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সোনা ভারত থেকে বাংলাদেশে পাচার করে কলকাতায় আনার পরিকল্পনা ছিল চোরাকারবারিদের। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা জানিয়েছে, তাঁরা একই গ্রামের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির জন্য কাজ করত। এই কাজের জন্য তাঁরা প্রত্যেকে ১০০০ টাকা করে পেতে। গ্রেপ্তার হওয়া চারজনকে কলকাতা জোনাল ইউনিটের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফের ডিআইজি এ কে আর্য এই কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত চোরাকারবারিদের দল সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তাঁরা দরিদ্র মানুষকে টার্গেট করে। 
  • Link to this news (আজকাল)