• অধীরের বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ তৃণমূল ...
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে ইতিমধ্যেই বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে আদর্শ নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। বহরমপুর লালদীঘিতে অস্বাভাবিক হারে মাছের মৃত্যু এবং তার ফলে পরিবেশ দূষণ এবং পচা মাছের গন্ধে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে, এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লালদীঘি পরিদর্শনে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কিন্তু সেখানে ঢোকার আগে অধীরবাবু ওই দীঘির মালিক বহরমপুর পুরসভার কাছ থেকে কোনও অনুমতি নেননি বলে অভিযোগ। পুরসভা সূত্রে জানা গেছে, ওই দীঘি এবং সংলগ্ন পার্ক সাধারণের জন্য বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার রাতে জাতীয় নির্বাচন কমিশনের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী জানান, বহরমপুর পুরসভার সম্পত্তি লালদীঘি পার্কে অধীর চৌধুরী গায়ের জোরে ঢুকেছিলেন। লিখিত অভিযোগে তিনি আরও জানিয়েছেন, অধীর চৌধুরীর নির্দেশে তাঁর আশ্রিত কিছু দুষ্কৃতী লালদীঘির জলে বিষ মিশিয়ে মাছ মেরেছে। এর ফলে লালদীঘির জল একদিকে যেমন দূষিত হয়ে পড়েছে, পাশাপাশি যারা দীঘির জলে স্নান করতে আসেন তাদের পক্ষেও এখন সেখানে স্নান করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। পুরসভার চেয়ারম্যান তাঁর লিখিত অভিযোগে আরও জানিয়েছেন, অধীর চৌধুরী প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করার পাশাপাশি পুরসভার বোর্ডকে কালিমালিপ্ত করতে চাইছেন, যা নির্বাচনী আইনের ৫ এবং ৬ নম্বর ধারার পরিপন্থী। শুক্রবার এই ঘটনার প্রেক্ষিতে অধীর বলেন, ‘‌লালদীঘি একটি সরকারি সম্পত্তি। সেখানে যেতেই পারি। সেখানে গেলে আদর্শ নির্বাচনবিধি কিভাবে ভঙ্গ হয় তা জানা নেই। এরপর গঙ্গার ধার, স্কোয়ার ফিল্ডের মাঠ বা গঙ্গা নদীতে স্নান করতে নামলেও হয়ত আমার বিরুদ্ধে আদর্শ নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ আনা হবে।’‌ 
  • Link to this news (আজকাল)