• ‌তৃণমূলের অভিযোগে পদক্ষেপ কমিশনের, আবাস যোজনার টাকা ইস্যুতে এই পাঁচ জেলা প্রশাসনের রিপোর্ট তলব ...
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বাংলার পাঁচ জেলা প্রশাসনকে নোটিস পাঠিয়ে রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। তৃণমূলের অভিযোগ ছিল, এই পাঁচ জেলায় কলসেন্টারের মাধ্যমে আবাস যোজনার উপভোক্তাদের কাছে ফোন করা হচ্ছে। তৃণমূল চিঠিতে আরও জানিয়েছিল, ২০২২ সাল থেকে এই প্রকল্প খাতে ৮ হাজার কোটির বেশি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এখন সেই টাকা রিলিজ করা হবে বলে ফোন যাচ্ছে বলে তৃণমূল অভিযোগ করেছিল কমিশনে। নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের বিভ্রান্ত ও লুব্ধ করার চেষ্টা হচ্ছে বলে দাবি ছিল তৃণমূলের। নালিশ জানানোর পর ওই পাঁচ জেলা প্রশাসনকে নোটিস পাঠিয়ে রিপোর্ট তলব করল কমিশন। 
  • Link to this news (আজকাল)