• ‌গ্রীষ্মের ব্যাটিং শুরু, বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে ক্রমশ ...
    আজকাল | ২৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গরমের দাপট শুরু। হাওয়া অফিসের পূর্বাভাস, বৈশাখের আগেই বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা ছুঁয়ে ফেলতে পারে। কলকাতাও তার ব্যতিক্রম হবে না। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাজ্যের অনেক জেলাতেই তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির বেশি। এদিকে, গরম বাড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও গরম কিন্তু কমবে না। বাড়বে ক্রমশ। 
  • Link to this news (আজকাল)