• 'আগামীকাল বিভিন্ন জায়গায় অভিযান চালাবে এনআইএ', চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষ। এনআইএ-এর সঙ্গে কার্যত বিজেপির যোগসাজশের অভিযোগ তুললেন কুণাল। বিজেপি নেতাদের দেওয়া তালিকা অনুযায়ী এনআইএ অভিযান চালাচ্ছে বলে দাবি তাঁর। এমনকী এই আগামীকালও অভিযান চালান হবে বলে দাবি করেন তিনি।এক সাংবাদিক বৈঠকে কুণাল বলে, 'এনআইএ-র একজন এসপি, তিনি আইপিএ নন, দায়িত্বে এসপি, তাঁর বাড়িতে বিজেপির দুই নেতা দু'টি বৈঠক করেছেন। আর এক নেতা নিজাম প্যালেসে বৈঠক করেছেন। তিনি এসপি ডি আর সিং। আগামীকাল এনআইএ-র একটি অভিযানের পরিকল্পনা করেছে। সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে এসেছেন। আমরা জানতে চাই এটা সত্যি নাকি সত্যি নয়, বিজেপির হয়ে দালালিটা আপনারা করছেন, কি করছেন না?'

    এই প্রসঙ্গে কুণালের আরও অভিযোগ, 'এনআইএ-এর একটি অংশ এই রাজনৈতিক লেঠেল বাহিনীর ভূমিকা পালন করতে চাইছেন না। সেখান থেকেই এই খবরগুলো বেরিয়ে আসছে। কেন এনআইএ-এর এক অফিসার তাঁর বাড়িতে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন? দুজনেই প্রার্থী। আর একজন নিজাম প্যালেস দেখা করেছেন, তিন প্রার্থী নন। আমরা এনআইএ-কে প্রশ্ন চাই এই অভিযোগগুলি কি সত্য নয়?'

    প্রসঙ্গত, ভূপতিনগরের নাড়ুয়াবিলাতে বিস্ফোরণের ঘটনায় ৪ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠায় এনআইএ। নোটিস পাঠিয়ে বৃহস্পতিবার ২৮ মার্চ কলকাতার এনআইএ দফতরে জিজ্ঞাসাবাদের জন্যে তাঁদের ডেকে পাঠানো হয় বলে জানা যায়। লোকসভা নির্বাচনের মুখে পুরোনো মামলায় তৃণমূল নেতাদের ডেকে পাঠানোর ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়ে যা রাজনৈতিক চাপানউতোর।

    নাড়ুয়াবিলা গ্রামের রাজকুমার মান্নার দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে গত ২০২২ সালের ৩ ডিসেম্বর। সেই বিস্ফোরণে মৃত্যু হয় তিন জনের। বিস্ফোরণের পর পুলিশ তদন্ত শুরু করলেও পরে সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এনআইএ একাধিক তৃণমূল নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেননি তদন্তকারীরা। এবার সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে ফের একবার তৃণমূল নেতা কর্মীদের ডেকে পাঠানোকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করছে শাসকদল। যদিও এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। তবে এবার সরাসরি এইনআইএ-র বিরুদ্ধেই অভিযোগ তুললেন কুণাল। এক্ষেত্রে এনআইএ-র কাছেই অভ্যন্তরীণ তদন্তের দাবিও জানিয়েছেন তৃণমূল নেতা।
  • Link to this news (এই সময়)