• জেল থেকে জনসংযোগ, বন্দি কেজরিওয়ালকে ‘বার্তা’ পাঠাতে হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার স্ত্রী সুনীতার
    এই সময় | ২৯ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের আগেই জেলবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার জেলে বসেই জনতার সঙ্গে কমিউনিকেশনের চেষ্টা কেজরিওয়ালের। সমর্থন বার্তা পাঠালে তা সরাসরি পৌঁছে দেওয়া হবে অরবিন্দ কেজরিওয়ালের কাছে, এক ভিডিয়ো বার্তায় এমনটাই জানালেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। ভিডিয়ো বার্তার মাধ্যমেই তিনি একটি ফোন নম্বর শেয়ার করেন জনগনের সঙ্গে। ওই নম্বরেই সমর্থন বার্তা পাঠানোর আর্জি জানান আম আদমির কাছে।এক সপ্তাহ আগে আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয় রাজ অ্যাভিনিউ আদালত।

    এরপরই কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের ভিডিয়ো বার্তা। প্রশ্ন উঠছে তাহলে কী লোকসভা নির্বাচনের আগে জনগনকে একজোট করার লক্ষ্যেই এই বার্তা? জনগনের সমর্থন হাতছাড়া হওয়ার ভয়েই কী তাদের সমর্থন বার্তার আবেদন জানিয়েছেন সুনীতা?

    কেজরিওয়ালের গ্রেফতারির পরই আপের জাতীয় সাধারণ সম্পাদক পঙ্কজ গুপ্ত ভারতীয় জনতা পর্টির সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লেখেন। এএপি নেতাএবং দিল্লির মন্ত্রী গোপাল রাই রবিবার ঘোষণা করেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে ভারত ব্লক ৩১ মার্চ রামলীলা ময়দানে একটি মেগা সমাবেশের আয়োজন করবে। অভিযোগ করা হয়, কেজরিওয়ালের গ্রেফতারির সময় মন্ত্রী এবং বিধায়কদের কাউকেই তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

    কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রবিবার রাজধানীর সম্ত ওয়ার্ড এবং নির্বাচনী এলাকায় আম আদমি পার্টির কর্মীরা মোমবাতি মিছিল করেন। এই প্রথম নির্বাচন ঘোষণার পরে একটি জাতীয় দলের জাতীয় আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে।

    অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির একদিন পরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সুনীতা কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, দিল্লির জনগনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মুখ্যমন্ত্রী সবসময় আপনাদের পাশে আছেন। ভিরে হোক কিংবা বাইরে তাঁর জীবন সবসময় দেশের জন্য উৎসর্গীকৃত।

    দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির মন্তব্য নিয়ে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেন, আমরা খুব আশা করি যে ভারতে এবং যে কোনও দেশেই নির্বাচন হচ্ছে জনগনের রাজনৈতিক এবং নাগরিক অধিকারগুলির সুরক্ষা করা। তিনি দিল্লির কেজরিওয়ালের গ্রেফতারির পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে ভারতের রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে একথা বলেন।
  • Link to this news (এই সময়)