নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রচারের গতি বাড়ছে রাজনৈতিক দলগুলির। শুক্রবার তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে জনসংযোগ কর্মসূচি চালালেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।শুক্রবার তমলুকের খোদামবাড়ি বড় পাকারপুল দোল উৎসব কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন ওই লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। সেখানে উপস্থিক মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি। সকলের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলেন তিনি। একইসঙ্গে কিছু মানুষকে নিজের হাতে প্রসাদ বিতরণও করলেন তিনি। যদিও এদিনের এই কর্মসূচিকে প্রচার বলতে নারাজ দেবাংশু।
অন্যদিকে হলদিয়ায় প্রচারে গিয়ে গরমে মাথা ঠান্ডা রাখার জন্য বাতাসা ও জল খাওয়ালেন তমলুক কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ভোটে দাঁড়িয়ে গরমে অনেকে নিজের জমিদারি ভাবছেন। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। তাই আমি বলছি গরমে বাতাসা আর ঠান্ডা জল খান, মাথা ঠান্ডা থাকবে। সেই জন্যে প্রচারে এসে আমি বাতাসা জল খেলাম ও অন্যদের খাওয়ালাম।' এদিন কেন্দ্র ও রাজ্যের সরকারকেও তুলোধোনা করেন সায়ন। তাঁর অভিযোগ, রাজ্যে দিদি ও কেন্দ্রে দাদার প্রতিনিধিরা লুটেপুটে খাচ্ছে, আর চুরি করে বাঁচতে এদল ওদলে যাচ্ছে।'
এদিকে এদিন প্রচার কর্মসূচিতে অংশ নেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। শিল্প শহর হলদিয়ায় কখনও পায়ে হেঁটে আবার কখনও বাইকে করে প্রচার সারলেন বিজেপি প্রার্থী। সকাল থেকে বিকেল শিল্পশহর হলদিয়ায় প্রচারে ঝড় তুললেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রথমে হলদিয়ার ব্রজলালচকে পায়ে হেঁটে পদযাত্রা করেন তিনি। তারপর হলদিয়ার ইস্কন মন্দিরে গিয়ে পূজার্চনাও করেন। এরপর হলদিয়া পৌরসভার সমনে মিছিলে সামিল হন। হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে সুতাহাটা পর্যন্ত বাইক র্যালিতে অংশগ্রহণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎ বলেন, 'শিল্প শহর হলদিয়ায় কর্মসংস্থান বাড়ানোই আমাদের লক্ষ্য। জেতার পর আমার একমাত্র কাজই হবে এলাকার মানুষের কর্মসংস্থান।' পাশাপাশি এদিন সন্দেশখালি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যকে নিয়ে তুমুল বিতর্ক ছড়ায়। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই অভিযোগ তুলে সরব হয় তৃণমূল।