চতুর্থ তালিকা প্রকাশ বামেদের, একদা 'লালগড়'-এ প্রার্থী কারা?
এই সময় | ৩০ মার্চ ২০২৪
উপনির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী ঘোষণার কিছুক্ষণের মধ্যেই প্রার্থী ঘোষণা করল বামেরা। এবার আরও দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। আরামবাগ ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হল বামেদের পক্ষ থেকে। এই নিয়ে ৪ দফায় মোট ২১ প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। এবারে দুই প্রার্থীই সিপিএম-এর। আরামবাগ কেন্দ্রে বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে বামফ্রন্ট। আর ঝাড়গ্রাম কেন্দ্রে সোনামণি টুডুকে টিকিট দেওয়া হয়েছে।এর আগে প্রথম দফায় মোট ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। দ্বিতীয় দফায় আরও একজনের নাম ঘোষণা করা হয়। তৃতীয় দফায় আরও ৪ জনের নাম ঘোষণা করা হয়। আর এবার আরও ২ প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হল বামফ্রন্টের পক্ষ থেকে।
এদিকে এবার আরামবাগ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালী বাগ। এর আগে ওই কেন্দ্র থেকে লড়েছেন অপরূপা পোদ্দার। যদিও, এইবার তাঁকে টিকিট দেয়নি দল। অপরদিকে, ঝাড়গ্রাম থেকে রাজ্যের শাসকদল প্রার্থী করেছে কালীপদ সোরেনকে। এই লোকসভা নির্বাচনে বিশেষভাবে তরুণ মুখেদের উপরই ভরসা রেখেছেন বাম নেতৃত্ব। যেমন, যাদবপুরে বামেদের টিকিটে লড়ছেন সৃজন ভট্টাচার্য। অপরদিকে আবার শ্রীরামপুরে লড়ছেন দীপ্সিতা ধর।
এদিনই বিধানসবা উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসও। লোকসভা নির্বাচনের সঙ্গে বাংলায় দুটি বিধানসভা আসনে হতে চলেছে উপনির্বাচনও। রাজ্যের বরানগর এবং ভগবানগোলায় উপনির্বাচন ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন। আগেই ওই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দেয় বিজেপি। আর এবার ওই দুই কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূলও কংগ্রেসও। বরানগর কেন্দ্র থেকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিল রাজ্যের শাসকদল। অন্যদিকে ভগবানগোলা থেকে রেয়াত হোসেন সরকারকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে লড়াই করেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও প্রতিপক্ষ নীলাদ্রিশেখর দানার কাছে হারতে হয় তাঁকে। তবে নির্বাচনে হারলেও রাজনীতির ময়দান ছাড়েননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বুকে লাগাতার দলের হয়ে কর্মসূচি চালিয়ে যান তিনি। দলের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের সঙ্গেও যোগাযোগ রেখে চলেন সায়ন্তিকা। তারপরেও লোকসভা নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দেয়নি দল। কবে শেষ পর্যন্ত উপনির্বাচনে নাম ঘোষণা করা হল সায়ন্তিকার।