নির্বাচনী অধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস দ্বারা বিশ্লেষিত স্ব শপথের হলফনামা অনুযায়ী বিশ্লেষণে দেকা গেছে, ৫১৪ জন বর্তমান সাংসদদের মধ্যে ২২৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করা হয়েছে। যাদের বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যে আবার পাঁচ শতাংশ বিলিয়নেয়ার অর্থাৎ পাঁচ শতাংশের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশে আবার ৫০ শতাংশেরও বেশি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে।ADR- এর রিপোর্ট, বর্তমান সাংসদদের হলফনামার রিপোর্ট, যাচাই বাছাই করে প্রকাশ করা হয়েছে যে ফৌজদারি অবিযোগ থাকা বর্তমন সাংসদদের মধ্যে ২৯ শতাংশ গুরুতর অপরাধমূলক মামলার মুখোমুখি হয়েছেন। যার মধ্যে খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা, অপহরণ এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। বর্তমান সাংসদদের মধ্যে নয়জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। বিশ্লেষণে জানা গেছে, এই সাংসদদের মধ্যে ৫ জন বিজেপির। ২৮ জন বর্তমান সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টা সম্পর্কিত মামলা ঘোষণা করা হয়েছে। যাদের মধ্যে ২১ জন সাংসদ বিজেপির। একইভাবে ১৬ জন সাংসদের মধ্যে তিনটি ধর্ষণের অভিযোগ রয়েছে।
ADR এর প্রতিবেদনে এই আইন প্রণেতাদের আর্থিক দিকগুলোর ওপরও আলোকপাত করা হয়েছে। দেখা গেছে প্রধান দলগুলোর মধ্যে বিজেপি এবং কংগ্রেসের বিলিয়নেয়ার সাংসদের সংখ্যা সবচেয়ে বেশি। তবে এই তালিকায় অন্যান্য দলের নেতাদেরও নাম রয়েছে।
উল্লেখযোগ্যভাবে সর্বোচ্চ ঘোষিত সম্পদের শীর্ষ তিন সাংসদ হলেন কংগ্রেসের নকুল নাথ, ডি কে সুরেশ, এবং কানুমুরু রঘুকৃষ্ণ রাজু যাদের সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি। প্রতিবেদনে বর্তমান সাংসদদের মধ্যে শিক্ষাগত প্রেক্ষাপট, বয়স এবং লিঙ্গ বণ্টনও তুলে ধরা হয়েছে। ৭৩ শতাংশ সাংসদের স্নাক কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সাংসদদের মধ্যে মাত্র ১৫ শতাংশ মহিলা।
রাজনীতি এবং দুর্নীতি যেন একই কয়েনের এপীঠ আর ওপীঠ। এই দিয়ের মিশেলে রাজনীতির ময়দান হয় টানটান। ফলে তরতরিয়ে এগিয়ে যাওয়া আর আটকায় কে। সব মিলিয়ে রাজনীতিকদের সম্পর্কে জনমানসে ধারণা খুব একটা উজ্জ্বল নয় তা বলাই বাহুল্য। ফৌজদারি মামলার ক্ষেত্রে তালিকায় কোন দল কত নম্বরে আছে তাও বলা হয়েছে এডিআরের রিপোর্টে। সংখ্যাতত্ত্বের হিসেবে দাগি সাংসদদের সংখ্যা সবচেয়ে বেশি বিজেপিতে। তালিকায় দ্বিতীয়তে রয়েছে কংগ্রেসের নাম।