Kangana Ranaut: রাহুলকে আক্রমণ করতে দেশকে 'হিন্দুরাষ্ট্র'-র তকমা কঙ্গনার, শুরু বিতর্ক
এই সময় | ৩০ মার্চ ২০২৪
দিন কয়েক দিন আগেই রাজনীতির ময়দানে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে পা রাখতে না রাখতেই তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বলি দুনিয়ায় তাঁর মন্তব্যে বিতর্ক নতুন নয়। একাধিকবার কঙ্গনার মন্তব্য়ে আলোড়ন পড়ে গেলেও কঙ্গনা থেকেছেন কঙ্গনাতেও। আর এবার রাজনীতির আঙিনায় পা দিতেই স্বমহিমায় কঙ্গনা। রাহুলের এক মন্তব্যের তুলে এনে দেশ সম্পর্ক কথা বলতে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা রাজনীতিতে এই নবাগতা। ধর্মনিরপেক্ষ ভারতকে তিনি তকমা সেঁটে দিলেন 'হিন্দুরাষ্ট্রের', তাও আবার রাহুলের মন্তব্য টেনে।শুক্রবার রাহুল গান্ধী 'শক্তি' মন্তব্যের পরিপ্রেক্ষিতে কঙ্গনা বলেন, 'কী করে একজন নেতা হিন্দু রাষ্ট্র এই ধরনের কথা বলতে পারেন?' কঙ্গনার সংযোজন, 'সম্প্রতি রাহুল গান্ধী বলেছেন তিনি শক্তির বিনাশ ঘটাতে চান। আমার প্রশ্ন কী ভাবে হিন্দু রাষ্ট্রে দাঁড়িয়ে রাহুল গান্ধী একথা বললেন?' রাহুলের এই কথার জবাব তিনি আসন্ন লোকসভা ভোটে জনগণের থেকেই প্রত্যাশা করেন বলে জোর গলায় আওয়াজও তুলেছেন। বলেন, 'যাঁরা মহিলাদের বিষয়েই এই ধরনের কুরুচিকর মন্তব্য করে আমি চাই তাঁদের জবাব দিক মাণ্ডির মানুষ।'
Kangana Ranaut:মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা, প্রশ্ন পাবেন কি সংসদের ছাড়পত্র
উল্লেখ্য, কয়েক মাস আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী 'শক্তি' মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়। মুম্বইয়ের এক জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, 'হিন্দু ধর্মে একটা শব্দ আছে, 'শক্তি'। আমরা লড়াই করছি সেই শক্তির বিরুদ্ধে। কিন্তু কী সেই শক্তি? ইভিএম এবং দেশের সব স্বশাসিত তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, আয়কর দপ্তরে রয়েছে ঘাপটি মেরে রয়েছে রাজার আত্মা। আর সেসব কিছুকে পিছন থেকে নিয়ন্ত্রণ করছে একটা শক্তি। কয়েকজন শিল্পপতি, উচ্চবর্ণের কয়েকজন আমলা এবং আরএসএস মিলে ওই শক্তি তৈরি হয়েছে।'
রাহুলের ওই মন্তব্যের পরই তাঁকে আক্রমণ শুরু করে বিজেপি। বিজেপি নেতারা বলতে শুরু করেন, শক্তি মানে হিন্দুরা বোঝেন নারী শক্তিকেই। রাহুল শক্তির বিনাশ করতে চেয়েছেন বলায় তিনি আসলে নারীশক্তির অপমান করেছেন। রাহুলের বক্তব্যের নিন্দা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর সভা থেকে বলেন, 'কংগ্রেসের উদ্দেশ্য শক্তির বিনাশ করা। আমি কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ করছি। জান বাজি রেখে বলছি আমি শক্তির বিনাশ ঘটতে দেব না।' যদিও রাহুল পরে এই বিষয়ে জানান, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করেছে বিজেপি। তিনি শক্তি বলতে অশুভ শক্তি নাশ করার কথাই বলেছেন। নারী শক্তিকে অপমান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।