• Agniveer Scheme : 'প্রয়োজনে অগ্নিবীরে বদল', লোকসভার আগে বড় বিবৃতি রাজনাথের
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • ভারতের সেনাবহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এই নিয়ে বিক্ষোভও হয়েছে বিস্তর। কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে বিরোধ করেছেন হাজার হাজার যুবক। এমনকি হিংসা ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। সুযোগ বুঝে লোকসভা ভোটের আগে বিরোধীরা প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প তুলে নেওয়ার।এমন পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের ঠিক আগে অগ্নিবীর প্রকল্প নিয়ে বড়সড় দাবি করলেন খোদ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে টাইমস নাওয়ের শীর্ষ সম্মেলনে রাজনাথ সিং বলেন, প্রয়োজনে অগ্নিবীর স্কিমে বদল আনা হবে। সেবিষয়ে সরকার খোলা মনেই রয়েছে।

    অগ্নিবীর স্কিম ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, এই ত্রুটিপূর্ণ নিয়োগ স্কিম নিয়ে আসার জন্য দেশের যুব সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত মোদী সরকারের। অন্যদিকে, অগ্নিবীর স্কিমের সমালোচনার জবাবে রাজনাথ বলেন, সেনার গড় বয়স কম হওয়ার কথা সবাই মেনে নেবেন। যত বেশি তরুণ সেনায় ভর্তি হবেন ত বেশি ঝুঁকি নিতে ইচ্ছুক এবং একইসঙ্গে টেকস্যাভি জওয়ান পাবে দেশ। এই স্কিমে নিযুক্ত তরুণদের ভবিষ্যৎ অন্ধকার নয় তার গ্যারান্টি রয়েছে বলেও জানান তিনি। সিস্টেমে অনেক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অগ্নিবীরদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের বিধান আনা হয়েছে। তিনি বলেন, যদি আমরা এতে কোনও ত্রুটি দেখি তাহলে আমরা সেগুলি সংশোধন করতে বা বদল আনতেও তৈরি আছি।

    অগ্নিপথ প্রকল্পের অদীনে সেনাবাহিনীতে যোগ দেওয়া মাত্র ২৫ শতাংশ জওয়ানকেই ৪ বছর পরো নিয়োগ করে রাখা যাবে। গতবছর ডিসেম্বরে নিজের লেখা একটি বইয়ে প্রাক্তন সেনাপ্রধান অসরপ্রাপ্ত জেনারেল নারাভানে দাবি করেন, অগ্নিপথ প্রকল্পের অধীনে সেনায় যোগ দেওয়া জওয়ানদের আরো বেশি সংখ্যায় সেনাবাহিনীতে রাখার এবং তাঁদের বেতন বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। এমনকি এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের ৭৫ শতাংশকেই বাহিনীতে রেখে দেওয়া হোক এবং ২৫ শতাংশকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করা হয়। তবে সরকার এর ঠিক উল্টোটাই করে। তিনি লেখেন, দিনমজুরের মতো জওয়ানদের তুলনা করে বেতন দেওয়া যায় না।

    চীন ভারতের ভূমি দখল করেছে বলে বিরোধীদের দাবি প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, দেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন, সেনাবাহিনীর ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমাদের দেশ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে বলে দেশবাসীকে আস্বস্ত করেছেন রাজনাথ সিং।
  • Link to this news (এই সময়)