• AAP’s March 31 rally: কেজরিওয়ালের পাশে গোটা ‘ভারত’, মেগা সমাবেশ থেকে মোদীকে কঠোর বার্তা দেওয়ার প্রস্তুতি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ মার্চ ২০২৪
  • আফগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩১ মার্চ আপ সুপ্রিমোর গ্রেফতারির প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে এক মহা সমাবেশের ডাক দিয়েছে আম আদমি পার্টি। এদিনের মহা সমাবেশে অংশ নেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব সহ ইণ্ডিয়া জোটের শীর্ষ নেতারা। দেবেন, দলের সিনিয়র নেতা গোপাল রাই একথা জানিয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল এদিনের মহাসমাবেশের ভাষণ দেবেন কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)