• মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটানোর চেষ্টা করব, বললেন ইউসুফ পাঠান ...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হলে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটানোর জন্য চেষ্টা করব। শুক্রবার বহরমপুর শহরে "উত্তরণ" অনুষ্ঠান বাড়িতে যুব এবং ছাত্র তৃণমূল কর্মীদেরকে নিয়ে একটি কর্মী সভায় এমনই বললেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান।কর্মী সভায় ইউসুফের সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার প্রমুখ। ইউসুফ বলেন,"আমি বহরমপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হলে এখানকার পরিযায়ী শ্রমিকের সমস্যা মেটাতে চেষ্টা করব। জেলার শ্রমিকরা এখানেই যাতে যথেষ্ট কাজ পান এবং পরিবারের সঙ্গে থাকতে পারেন সেই রকম কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেব।" তৃণমূল প্রার্থী আরও বলেন," আমি যখন যাত্রা শুরু করেছিলাম একলা ছিলাম। কিন্তু পথে অনেক ভালোবাসা পেয়েছি। গুজরাটে আমার একটি পরিবার রয়েছে। কিন্তু বহরমপুরে এসে আরও বড় একটি পরিবার পেয়েছি। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ এত বড় পরিবারের সদস্য করে দেওয়ার জন্য।" 
  • Link to this news (আজকাল)