• ৯০ লক্ষ টাকার মাদক পাচার, রেলকর্মীকে হাতেনাতে ধরল এসটিএফ...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মাদক পাচার কাণ্ডে এবার এক রেলকর্মীকে হাতেনাতে পাকড়াও করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ। জানা গিয়েছে, ওই রেলকর্মীর থেকে প্রায় ১০ কেজি আফিম উদ্ধার করেছে এসটিএফ আধিকারিকরা। বাজেয়াপ্ত হওয়া মাদকের মূল্য বর্তমান বাজারে প্রায় ৯০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের আধিকারিকরা নদিয়া জেলার নাসরা হাই স্কুলের কাছে একটি ফাঁদ তৈরি করে। সেখান থেকেই রাজু মণ্ডল নামে রেলের এক গ্রুপ ডি কর্মচারীকে গ্রেপ্তার করে। জেরায় জানা যায়, ধৃত ব্যাক্তি একটি কুরিয়ার কোম্পানির মাধ্যমে উত্তর-পূর্ব রাজ্য থেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। ধৃত ব্যাক্তিকে ইতিমধ্যেই আটক করে তার বিরুদ্ধে মামলা করেছে এসটিএফ। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস আইনের ধারায় নদিয়া জেলার একটি স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
  • Link to this news (আজকাল)