• ২ আসনে প্রার্থী ঘোষণা CPM-এর, অভিষেকের বিরুদ্ধে মুখ কে? ঠিক করতে পারছে না বামেরা
    প্রতিদিন | ৩০ মার্চ ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেটের দামামা বেজে গিয়েছে। তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করলেও এখনও বিরোধীরা তা পারেনি। বিজেপি ৩৮ আসনে প্রার্থী দিলেও বাম, কংগ্রেস, আইএসএফ অনেকটাই পিছিয়ে। কারণ জোটের জট। এসবের মাঝেই শুক্রবার আরও ২ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)।

    শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে তাঁর মুখে শোনা যায়, জোট নিয়ে জটিলতার কথা। যার জেরে একাধিক আসনে প্রার্থী নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে। এই পরিস্থিতিতেই এদিন ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের প্রার্থী হিসেবে ঘোষণা করা হল সোনামণি মুর্মু টুডুর নাম। আরামবাগের সিপিএম প্রার্থী বিপ্লবকুমার মৈত্র। কে এই সোনামণি মুর্মু টুডু? জানা গিয়েছে, পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা সোনামণি। সেখানকার পঞ্চায়েত সদস্য তিনি। বয়স ২৯ বছর। সাইকোলজিতে এম পাশ করেছেন সোনামণি। বর্তমানে তিনি একটি হোমস্টে চালান। অর্থাৎ পেশায় ব্যবসায়ী। 

    এদিকে আরামবাগ লোকসভা আসনে সিপিএমের টিকিটে লড়বেন বিপ্লবকুমার মৈত্র। ওই আসনে তৃণমূলের প্রার্থী মিতালী বাগ। বিজেপির হয়ে লড়বেন অরুণকান্তি দিগড়। বিজেপি ও তৃণমূল প্রার্থীকে আদৌ টেক্কা দিতে পারবেন বিপ্লবকুমার মৈত্র? উত্তর মিলবে ৪ জুন।
  • Link to this news (প্রতিদিন)