নির্বাচনী প্রচারে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার নয়, নির্দেশ কমিশনের
এই সময় | ৩০ মার্চ ২০২৪
ভোটপ্রচারে ব্যবহার করা যাবে না ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপের জয়ের মুহূর্তের কোনও ছবি। কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে জানানো একটি অভিযোগের ভিত্তিতে এই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ জেলায় বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠানের প্রচারে একটি ব্যানার নিয়ে বিতর্ক তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।২০১১ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের মুহূর্তের কোনও ছবি প্রচারে বা প্রচারের জন্য ব্যবহৃত ব্যানার, পোস্টারে ব্যাবহার করা যাবে না বলেই জানাল নির্বাচন কমিশন। উল্লেখ্য, ওই ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান।
বহরমপুরে ইউসুফ পাঠানের প্রচারের জন্য ব্যবহৃত একটি ব্যানারে বিশ্বকাপ জয়ের মুহূর্তের কিছু ছবি ব্যবহার করা যায়। সেখানে ছিল সচিন তেন্ডুলকর সহ অন্যান্য খেলোয়ারের জয়ের মুহূর্তের কিছু ছবি। যা নিয়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস শিবির। বিষয়টি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন।
Yusuf Pathan Lok Sabha Campaign : তারকা ক্রিকেটারদের দেখার সুযোগ! প্রতিশ্রুতি ইউসুফের
মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে অভিযোগপত্র জমা দিয়েছিল প্রদেশ কংগ্রেস। বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। যা নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল। কংগ্রেসের দাবি, বিশ্বকাপ জয় গোটা দেশের কাছে একটা গর্বের বিষয়। রাজনৈতিক স্বার্থে সেটাকে ব্যাবহার করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, ইউসুফ পাঠানের ভোটপ্রচারে বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি কোনওভাবেই ব্যবহার করা যাবে না। পাশাপাশি, ভোটের প্রচারে ছবি-বিতর্কে জেলা তৃণমূলকে শোকজও করেছে কমিশন। যদিও, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ জয় এবং কাপকে স্পর্শ করার সৌভাগ্য সকলের হয় না। তবে, তাঁর অনেক ফ্যান রয়েছে। তাঁদের মধ্যে কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারে। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কোনও অভিযোগ থাকলে সেটা মেনে নেওয়া হবে বলেও জানান তিনি।