• আবার অনবদ্য কোহলি, জয়ের জন্য নাইটদের প্রয়োজন ১৮৩ রান
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের বিরুদ্ধে চ্যালেঞ্জের মুখে কেকেআর। ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান ১৮২। তবে চিন্ন‌স্বামী স্টেডিয়ামের ছোট মাঠে এই টার্গেট অসম্ভব নয়। ব্যাক টু ব্যাক অর্ধশতরান বিরাট কোহলির। পাঞ্জাবের পর কলকাতার বিরুদ্ধে। ধাওয়ানদের বিরুদ্ধে তাঁর ৭৭ রান আরসিবিকে চলতি আইপিএলের প্রথম জয় এনে দেয়। এদিনও বেঙ্গালুরুর সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট কোহলি। ৩৬ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। ইনিংস শেষে ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। ইনিংসে রয়েছে ৪টি ছয় এবং চার। তবে এদিন কোহলিসুলভ ইনিংস পাওয়া যায়নি। অনেকটা ধরে খেলেন বিরাট। বেশ কয়েকটা মিসও করেন। গোটা ইনিংসে স্ট্রাইক রেট ১৩৫ এর আশেপাশে ঘোরাফেরা করে। টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান শ্রেয়স আইয়ার।‌ এদিন প্রথম একাদশে সুযোগ পান অনুকূল রায়। আবার ব্যর্থ ফাফ ডু"প্লেসি। ছয় মারার পরের বলেই স্টার্কের হাতে ধরা পড়েন। নাইটদের প্রথম উইকেট এনে দেন হরষিত রানা। দ্বিতীয় উইকেটে ৬৫ রান যোগ করেন বিরাট কোহলি, ক্যামেরুন গ্রিন। ২১ বলে ৩৩ রান করে আউট হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। রান পাননি ম্যাক্সওয়েলও। ১১ এবং ২৩ রানে দু"বার তাঁর ক্যাচ ফেলেন রমনদীপ সিং এবং সুনীল নারিন। একবার নারিনের বলে, অন্যবার হরষিতের বলে। তবে তার ফায়দা তুলতে পারেননি। ১৯ বলে ২৮ রান করে আউট জন। তবে একটা দিক আঁকড়ে পড়ে থাকেন বিরাট। দৃষ্টিনন্দন না হলেও, কার্যকরী ইনিংস। প্রথম ম্যাচ থেকেই কেকেআরের জঘন্য ফিল্ডিং। এদিন তিনটে সহজ ক্যাচ মিস করেন রমনদীপ, নারিন, বরুণ। মোট দু"ম্যাচে সাতটা ক্যাচ ফস্কায় নাইটরা। এই পরিসংখ্যান চিন্তায় রাখবে গম্ভীরকে। আরও একটি বিষয় উদ্বেগ বাড়াবে জিজির। সেটা হল মিচেল স্টার্কের পারফরম্যান্স। আবারও উইকেটহীন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার। ২৪.৭৫ কোটি দিয়ে অস্ট্রেলিয়ার তারকা পেসারকে নিয়েছে কেকেআর। কিন্তু এখনও পর্যন্ত তার প্রতিদান দিতে পারেননি স্টার্ক। উদ্বোধনী ম্যাচ জেতান ২০ লক্ষের হরষিত রান। এদিনও নাইটদের তরুণ পেসার জোড়া উইকেট তুলে নেন। দু"উইকেট পান রাসেলও। কিন্তু ৪ ওভারে বিনা উইকেটে ৪৭ রান দেন স্টার্ক। তারমধ্যে ১৬ রান দেন শেষ ওভারে। আগের ম্যাচের মতো শেষদিকে দীনেশ কার্তিকের ৮ বলে ২০ রানের ক্যামিও আরসিবিকে ভদ্রস্থ রানে পৌঁছে দেয়। 
  • Link to this news (আজকাল)