ভ্যাপসা গরমে নাজেহাল, শনিবারের পর ফের একবার মন বদলাবে আবহাওয়ার। ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। তার আগে রবিবারের মধ্যে আরও বাড়বে তাপমাত্রার পারদ। ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমের জেলা-বাঁকুড়া, পুরুলিয়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়ছে শহর কলকাতার। ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল শহর কলকাতার বাসিন্দারা। কিন্তু, রবিবার তিলোত্তমাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ। শনিবার কলকাতার আকাশ থাকতে পারে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার। তবে ভ্যাপসা গরমে বাড়বে অস্বস্তি।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী দু'তিন দিনে আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি জলীয় বাষ্প বেশি থাকার দরুন বাড়বে অস্বস্তিও। রবিবারের মধ্যে শহর কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পশ্চিমের কিছু জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
শনিবার পশ্চিমের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন ভিজতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম। সঙ্গে সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং , কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। শনি ও রবিবার বৃষ্টিপাত হতে পারে মালদাতে। সবমিলিয়ে দুইবঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
উল্লেখ্য, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তরপ্রদেশ, রাজস্থানে। এছাড়াও মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং সিকিমে ৩১ মার্চ পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে মেঘালয় এবং অসমে হতে পারে বৃষ্টিপাত।