ফের হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেসে উদ্ধার মুঠো মুঠো টাকা, ভোটের আগে বাড়ছে উদ্বেগ
এই সময় | ৩০ মার্চ ২০২৪
ভোটের মুখে ফের ট্রেন থেকে উদ্ধার টাকা। এবারও সেই রাজধানী এক্সপ্রেস। উদ্ধার হল ২৭ লাখ টাকা। শুক্রবার দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে পাঁচজনকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করেন জিআরপি আধিকারিকরা। জিআরপি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে ঘাবড়ে যায় ওই ৫ জন। এরপর তাদের ব্যাগে তল্লাশি করলে সেখান থেকে ২৭ লাখ টাকা উদ্ধার হয়। ওই ৫ জনের মধ্যে ২ জন ধানবাদ ও ৩ জন প্রয়াগরাজের বাসিন্দা বলে জানা যাচ্ছে।সূত্রে মারফত জানা গিয়েছে, শুক্রবার রাজধানী এক্সপ্রেস আসার পর নিত্যদিনের মতো চেকিং করছিলেন জিআরপি আধিকারিকরা। সেই সময় পাঁচজনকে দেখে সন্দেহ হয় তাঁদের। আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু তাদের কথাবার্তা অসংলগ্ন লাগায়, ব্যাগ তল্লাশি করে দেখে জিআরপি। সেই সময়ই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। এরপরেই টাকা গোণার মেশিনে সেই বিপুল পরিমাণ টাকার গোণার কাজ শুরু হয়। গোণার পর সেই পরিমাণ দাঁড়ায় ২৭ লাখ টাকায়। ভোটের ঠিক আগেই এত টাকা কোথা থেকে ও কেন নিয়ে আসা হচ্ছিল তা এখন স্পষ্ট হয়নি। যদিও ওই ৫ জনের দাবি, তারা ব্যবসায়ী, ব্যবসায়িক ক্ষেত্রে সোনা ও জামাকাপড় কেনার জন্য হাওড়া এসেছিল। যদিও জিআরপি সূত্রে খবর, তারা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর তাদের গ্রেফতার করে হাওড়া জেলা আদালতে তোলা হয়।
কিছুদিন আগেও একবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয় ৫০ লাখ ৮৪ হাজার টাকা। সেই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সময়ও নিউ দিল্লি - হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকেই টাকা উদ্ধার করা হয়। তল্লাশির সময়ই টাকা উদ্ধার করেন জিআরপি আধিকারিকরা। দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে তাদের থেকে ওই বিপুল নগদ উদ্ধার করা হয়।
জানা যায়, কোথা থেকে এত টাকা এল, তা জানতে চান জিআরপি-র অফিসাররা। কাগজপত্র দেখাতে বললেও , কিছু দেখাতে পারেনি তারা। যদিও ওই ব্যক্তিদের দাবি ছিল, ব্যবসার কারণে কেনাকাটা করার জন্য কলকাতায় এসেছিল তাঁরা। কিন্তু কোনওরকম কাগজপত্র না থাকায় ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। এরপর তাদেরও হাওড়া জেলা আদালতে তোলা হয়। লোকসভা ভোটের আগে বারবার হাওড়া স্টেশন থেকেই কেন উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে টাকা, সেই নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।