৭০০ কোটির সম্পত্তি! বাড়ি-গাড়ি, মোটা ব্যাঙ্ক ব্যালান্স, প্রথম দফার ভোটে নজরে কংগ্রেসের এই তিন ধনী প্রার্থী
এই সময় | ৩০ মার্চ ২০২৪
লোকসভার প্রথম দফার ভোটের লড়াইয়ে রয়েছেন কংগ্রেসের তিন জনপ্রিয় মুখ। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে এবারও কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ। বাবা তরুণ গগৈয়ের আসন অসমের জোরহাট থেকে এবার লড়ছেন গৌরব গগৈ। অন্যদিকে, শিবগঙ্গা আসন থেকে এবারও কংগ্রেস টিকিট দিয়েছে পি চিদাম্বরমের পুত্র কীর্তিকে। গত লোকসভা ভোটের নিরিখে কত শতাংশ সম্পত্তি বেড়েছে এই তিন কংগ্রেস প্রার্থীর? হলফনামায় কী উল্লেখ করেছেন তাঁরা?নকুল নাথের সম্পত্তির পরিমাণ আকাশ ছোঁয়ামধ্য প্রদেশের ছিন্দওয়ারা আসনটি কংগ্রেসের খাসতালুক হিসেবেই পরিচিত। এই কেন্দ্রে ভোট রয়েছে প্রথম দফা অর্থাৎ আগামী ১৯ এপ্রিল। ইতিমধ্যেই এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নকুল নাথ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী হলফনামায় নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণও উল্লেখ করেছেন তিনি। যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে। দেখা যাচ্ছে দেশের সবচেয়ে ধনী প্রার্থীগুলির মধ্যে অন্যতম কমল নাথের পুত্র। শুধু তাই নয়, গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণও বেড়েছে কয়েকগুণ। নির্বাচনী হলফনামা অনুযায়ী, নকুল নাথের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি। ২০১৯ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, নকুল নাথের সম্পত্তির পরিমাণ ছিল ৬৬০ কোটি টাকা। অর্থাৎ গত পাঁচ বছরে তাঁর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ৪০ কোটি টাকা। রাজনীতিবিদের পাশাপাশি নকুল নাথ একজন শিল্পপতিও বটে। হলফনামায় দেওয়া তাঁর সম্পত্তির বিবরণে নকুল নাথ নগদ, শেয়ার এবং বন্ড সহ অস্থাবর সম্পত্তির কথা জানিয়েছেন, যা ৬৪৯ কোটি ৫১ লাখ টাকা। তাঁর স্থাবর সম্পত্তি ৪৮ কোটি ৭ লাখ টাকার।
কার্তি চিদাম্বরমের সম্পত্তি কত?৫২ বছর বয়সী কংগ্রেসের তামিলনাড়ুর শিবগঙ্গা আসনের প্রার্থী কার্তি পি চিদাম্বরমও নির্বাচনী হলফনামা জমা করেছেন। স্ত্রী শ্রীনিধী এবং তাঁর মিলিত সম্পত্তির পরিমাণ ৯৬ কোটি টাকা। তাঁর কাছে রয়েছে ৪০ গ্রাম সোনা। স্ত্রীর সোনার পরিমাণ ১ হাজার ৭২৮ গ্রাম। কুর্গে সস্ত্রীক ৯৫ একরের জমি রয়েছে কার্তি চিদাম্বরমের। নিজের নামে ১২ কোটি ৩২ লাখ এবং স্ত্রীর নামে রয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকার ঋণ। হলফনামায় দেখা যাচ্ছে, কার্তি চিদাম্বরের নামে ১১টি ক্রিমিনাল কেস রয়েছে। ২০০২ সালে আর্থিক তছরুপের মামলাও রয়েছে তাঁর নামে। টেক্সাস থেকে BBA করেছেন কার্তি চিদাম্বরম। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইন স্নাতক হন।
গৌরব গগৈ কত সম্পত্তির মালিক?সিনিয়র কংগ্রেস নেতার গৌরব গগৈয়ের মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬৩ লাখ টাকা। অসমের জোরহাট লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন তিনি। গত জানুয়ারি মাসে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন গুয়াহাটিতে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন গৌরব গগৈ। ২০১৪ সাল থেকে লোকসভা সাংসদ তিনি। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ লাখ ৩০ হাজার ৭৯৬ টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ২৫ লাখ টাকার। গুয়াহাটি এবং নয়াদিল্লিতে রয়েছে তাঁর নামে জমি। নয়াদিল্লির বসন্ত কুঞ্জে একটি পৈতৃক ফ্ল্যাটের ১৮১৮ স্কোয়্যার ফিট রয়েথে তাঁর নামে। যার বর্তমান বাজারদল ১ কোটি ৩৫ লাখ টাকা। এ ছাড়াও গুয়াহাটিতে পৈতৃক ভিটেতেও তাঁর অংশীদারিত্ব রয়েছে। বেসরকারি সংস্থায় কর্মরত গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথের মোট অবস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩ লাখ ৪ হাজার ৮৩২ টাকা। তাঁর কাছে রয়েছে ২৭ লাখ ৬১ হাজার ৬৮৭ টাকার গয়না। গৌরব গগৈ এবং তাঁর স্ত্রী এলিজাবেথের কাছে নগদ রয়েছে যথাক্রমে ৪৫ হাজার ৬০০ এবং ২৫ হাজার ২০০ টাকা। দুই নাবালক সন্তানের নামে রয়েছে ২২ লাখ ৩ হাজার ৫৩৮ টাকা এবং ২ লাখ ২১ হাজার ৯৫২ টাকার সম্পত্তি। গগৈ দম্পতির নামে দু'টি গাড়িও রয়েছে। গৌরব গগৈ এর আগে কালিয়াবর থেকে সাংসদ ছিলেন। এরপর ডিলিমিটেশনের পর সেই কেন্দ্রটি কাজিরাঙায় পড়েছে। ফলে বর্তমানে তাঁকে জোরহাট থেকে টিকিট দিয়েছে দল। এই আসনটি ছিল বাবা তরুণ গগৈয়ের।