• 'আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই', ব্যাট হাতে মাঠে নেমে কীর্তিকে খোঁচা দিলীপের
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • নিউটাউনের ইকোপার্ক, খড়গপুর বা বর্ধমান, নিয়মমাফিক মর্নিং ওয়াক জারি দিলীপ ঘোষের। এবার মর্নিং ওয়াকের পাশাপাশি ব্যাট হাতে ক্রিকেট খেলতেও দেখা গেল দিলীপকে। সঙ্গে একেবারে নিজস্ব মেজাজ। আর সেই স্বকীয় মেজাজেই বার্তা দিতেও দেখা গেল তাঁকে।শনিবার বর্ধমানের লোকো ব্লিস মাঠে প্রাতঃভ্রমণে এসে ব্যাট হাতে মাঠে নামেন দিলীপ ঘোষ। মাঠে নেমে রীতি মতো চার - ছয় মারতে দেখা যায় তাঁকে। এরপর কীর্তি আজাদকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই। আমি এখনও সেভাবেই খেলি। যে মাঠে যাই সেখানেই খেলি, যেমন পিচ পাই তেমন খেলি এবং জিতি। জবাব তো ইঞ্চিতে ইঞ্চিতে আমরা দেব। ওরা তো তালই পাবে না, কখন নির্বাচন পার হয়ে যাবে।'

    ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই। আমি এখনও সেভাবেই খেলি।দিলীপ ঘোষ

    একইসঙ্গে কমিশনের শোকজের নোটিশের জবাব দিয়েছেন কি না, 'সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, দিলীপ বলেন, সব উত্তর দেওয়া হয়ে গিয়েছে। যা বলেছি সেটাই জানিয়েছি। আমি তো সংবাদমাধ্য়মে জানিয়েই দিয়েছি। কিন্তু যেহেতু ফর্ম্যালিটি আছে, তাই লিখিতভাবে জানিয়েছি। সবদিকই রেখেছি, খোলা রেখেছি সবদিক। আমিই আছি, আর কেউ নেই মার্কেটে।'

    প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশে 'অপ্রীতিকর' এবং 'অপমানজনক' মন্তব্য করার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। তার প্রেক্ষিতে তাঁকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। সেই সময় কমিশনের তরফে বলা হয়, এমন মন্তব্য ইসিআই-এর তরফে দেওয়া নির্দেশিকার পরিপন্থী। তাছাড়া এমন মন্তব্য মডেল কোড অফ কনডাক্ট-এরও পরিপন্থী বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন। সেক্ষেত্রে শুক্রবার ২৯ মার্চ, বিকেল ৫টার মধ্যে দিলীপ ঘোষের থেকে তাঁর মন্তব্য়ের জবাব তলব করা হয়। সেই শোকজেরই উত্তর দিয়েছেন বলে জানান দিলীপ।

    খেলা শেষে লোকো চিলড্রেন্স পার্কে গিয়ে গান দিলীপ ঘোষ। একইসঙ্গে পার্ক অপরিষ্কার থাকায় সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেলের এক কর্মীকে তিনি বলেন, 'সপ্তাহে একদিন পার্ক পরিষ্কার করতে পারেন না? আমি তো ঝগড়া করি না, রেলমন্ত্রীকে টুইট করব। লিখে দেবে বাচ্চাদের পার্ক আর ডাস্টবিন করে রেখে দেবেন?' প্রসঙ্গত, এবার দুর্গাপুর - বর্ধমান কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে টিকিট দিয়েছে বিজেপি। ওই কেন্দ্রে দিলীপের প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।
  • Link to this news (এই সময়)