• ‌মাত্র আড়াই বছরে এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছে তাক লাগিয়ে দিল আড়াই বছরের সিদ্ধি ...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যপ্রদেশের সিদ্ধি মিশ্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র আড়াই বছর বয়সে মায়ের সঙ্গে এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছে সে।মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রায় মা ভাবনা দেহরিয়ার হাত ধরে এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছে গেছে সিদ্ধি। মা ভাবনা দেহরিয়া তাঁর মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এত কম বয়সে মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছে বিশ্ব রেকর্ড গড়েছে খুদে সিদ্ধি। সেখানে পৌঁছনোর পর মা ভাবনা দেহরিয়া মাউন্ট এভারেস্টে দেশের পতাকা উত্তোলন করেছেন। ভাবনা জানান, ১২ মার্চ মেয়েকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে কাঠমান্ডু পৌঁছন তিনি। প্রথমে কাঠমান্ডুর লুকলায় এবং তারপর -২ ডিগ্রি তাপমাত্রায় ফাকডিং পৌঁছন। ১৩ মার্চ ফাকডিং থেকে নামচে বাজার পর্যন্ত ট্রেক করেন। তবে প্রচন্ড ঠান্ডার কারণে সমদ্রপৃষ্ঠ থেকে ৩৮২০ মিটার উচ্চতায় অবস্থিত ডেবোচে থেমে যেতে হয়েছিল তাঁদের। ঠান্ডার জন্য সেখানে থাকতে হয়েছে। তারপর এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছনো। সেটা ২২ মার্চ। এভারেস্ট বেসক্যাম্পের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫১৬৪ মিটার। সেখানে একঘণ্টা কাটানোর পর তাঁরা লুকলায় ফিরে আসেন। তারপর সেখান থেকে পৌঁছন কাঠমান্ডুতে।
  • Link to this news (আজকাল)