• রাহুলকে চ্যালেঞ্জ! ওয়েনাডে বিজেপির তুরুপের তাস কে সুরেন্দ্রনের বিরুদ্ধে ২৪২ ফৌজদারি মামলা
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • BJP-র কেরালার রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। চলতি লোকসভা নির্বাচনে তিনি রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী। ওয়েনাড আসন থেকে তিনি লড়ছেন। BJP-র বাজি এই কে সুরেন্দ্রনের নামে রয়েছে ২৪২টি ফৌজদারি মামলা।সম্প্রতি দলীয় মুখপত্রে তিন পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছেন কে সুরেন্দ্রন। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা মামলাগুলির বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি।

    ঠিক একইভাবে কেরালার এনরাকুলামের BJP প্রার্থী কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধেও রয়েছে ২১১টি মামলা। এ প্রসঙ্গে দলের কেরালার সাধারণ সম্পাদক জর্জ কুরিয়ান বলেন, 'বেশিরভাগ মামলাগুলিই সরবরিমালা প্রতিবাদ নিয়ে। ২০১৮ সালে এই নিয়ে পথে নেমেছিলেন দলের নেতারা। অধিকাংশ মামলাই এখন বিচারাধীন। যখনই দলের নেতারা প্রতিবাদ, আন্দোলন করেন, পুলিশ একটি করে মামলা ঠুকে দেয়। প্রার্থীদের প্রত্যেকের বিরুদ্ধে কী কী মামলা দায়ের রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য মানুষের সামনে আসা বাধ্যতামূলক।'

    BJP-র জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কে সুরেন্দ্রন, কে এস রাধাকৃষ্ণন, দলের আলাপ্পুজা আসনের প্রার্থী শোভা সুরেন্দ্রন এবং ভটকারার প্রার্থী প্রফুলকৃষ্ণের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। একইসঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, 'আসলে কি বলুন তো, ভারতের কিছু কিছু অংশে জাতীয়তাবাদী হওয়াও অপরাধ। এটা নিত্যদিনের সমস্যা। তবে এত আমরা গর্বিত। ন্যয্য অধিকারের জন্য প্রতিবাদ করায় আমাদের এক একজন প্রার্থীর বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছে।'

    উল্লেখ্য, ওয়েনাড আসনটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। কংগ্রেস এবং বামেরা উভয় ইন্ডিয়া জোটের শরিক হলেও দিল্লিতে দোস্তি কেরালায় কুস্তি নীতি অব্যাহত। সেই আবহে BJP-র প্রার্থী কে সুরেন্দ্রন ফায়দা তুলতে পারেন কি না, সেটাই এখন দেখার। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কে সুরেন্দ্রন পাথানমথিট্টা কেন্দ্র থেকে লড়ে গোহারা হেরেছিলেন। তার আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মঞ্জেশ্বরম থেরে মাত্র ৮৯ ভোটে হেরে যায়। তাঁর জয়ের রেকর্ড খুব একটা নেই বললেই চলে। সে ক্ষেত্রে রাহুল গান্ধীর মতো হেভিওয়েট কেন্দ্রে তিনি কি তুরুপের তাল হয়ে উঠতে পারবেন আদৌ?

    BJP-র কেরালা রাজ্য সভাপতি জর্জ কুরিয়নের বিরুদ্ধেও২৩৭টি মামলা দায়ের রয়েছে বলে খবর। সবটাই সবরিমালা প্রতিবাদকে কেন্দ্র করে।

    কেরালার পাথানমথিট্টা জেলায় অবস্থিত জাগ্রত সবরিমালা মন্দিরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মহিলাদের প্রবেশাধিকার অনুমতি দিয়েছিল প্রশাসন। সেই নিয়েই ২০১৮ সালে প্রতিবাদে পথে নেমেছিল গেরুয়া শিবির।

    এখনও পর্যন্ত কেরালা থেকে মোট ১৮ জন প্রার্থী প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন দিয়েছেন। বামেদের কোল্লাম আসনের প্রার্থী এম মুকেশ এবং BJP-র কাসারগড় আসনের প্রার্থী অশ্বিনী এম এল এই তালিকায় অন্যতম।
  • Link to this news (এই সময়)