• Heatwave In India : দুর্বিসহ গরম! এপ্রিল থেকেই ভয়াবহ লু, অস্বাভাবিক তাপমাত্রার সতর্কবাণী আবহাওয়া দফতরের
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • সর্বনাশা গ্রীষ্মের জন্য প্রস্তুত হোক ভারতবাসী। এমনটাই সতর্কবাণী মৌসম ভবনের। IMD-র লেটেস্ট পূর্বাভাস জানাচ্ছে, দেশজুড়ে তাপমাত্রার পারদ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। এপ্রিল এবং মে মাসে বইবে লু। ভয়াবহ আকারে চলবে তাপপ্রবাহ।ভয়াবহ গরমের পূর্বাভাসIMD-র উচ্চপদস্থ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, 'এখনই সবটা বলা সম্ভব নয়। গ্রীষ্মে এবার কতটা পরিমাণ দাবদাহ চলবে তা এখনই নির্ধারণ করা যাচ্ছে না। তবে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এপ্রিল এবং মে মাস জুড়ে চলবে ভয়ংকর তাপপ্রবাহ। যত এপ্রিল মাস এগিয়ে আসছে ততই স্বাভাবিকের থেকে তাপমাত্রা বাড়ছে। মধ্য ভারত এপ্রিল মাসে সবচেয়ে বেশি তাপপ্রবাহের সাক্ষী থাকবে।' এই আবহাওয়া বিজ্ঞানীর আরও বক্তব্য, 'চলতি মরশুমে সবচেয়ে উষ্ণতম হতে চলেছে মে মাস। তবে আগামী কয়েকমাস দেশের মধ্যবর্তী অংশের রাজ্যগুলিতে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে।'

    ট্রেলর দেখাচ্ছে দিল্লিআবহাওয়াবিদরা যে পূর্বাভাস দিচ্ছেন, তার ট্রেলর এখনই দেখাচ্ছে দিল্লি। শুক্রবার রাজধানী শহর এবং তাঁর আশপাশের অংশে বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি বছর দিল্লির সর্বাধিক উষ্ণতম দিন হিসেবে ধার্য হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সকাল সাড়ে ৮টায় বাতালে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পৌঁছে গিয়েছিল ৭৪ শতাংশে।

    শনিবার দিনভর বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দিল্লিতে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ ছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও মনে করা হচ্ছে। গরম পড়তে না পড়তেই তাপমাত্রায় রেকর্ড হচ্ছে রাজধানী। গত ২০ মার্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় তাপমাত্রার পারদ। সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে শুক্রবারের তাপমাত্রা। বছরের উষ্ণতম দিন দেল দিল্লিবাসী। তাপমাত্রা পৌঁছে গেল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে।অন্যদিকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য বলছে, বায়ুর গুণমান সূচক ১৭৭ রিডিং সহ ‘মধ্যম’ বিভাগে ছিল। শূণ্য এবং ৫০ এর মধ্যে একটি AQI ‘ভাল’, ৫১ এবং ১০০ ‘সন্তোষজনক’, ১০১ এবং ২০০ ‘মধ্যম’, ২০১ এবং ৩০০ ‘দরিদ্র’, ৩০১ এবং ৪০০ ’খুব দরিদ্র’ এবং ৪০১ এবং ৫০০ ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হয়।
  • Link to this news (এই সময়)