দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দিল্লির মসনদে বসেন কেজরিওয়াল। ছাড়েন উচ্চপদের কেন্দ্রীয় সরকারি চাকরি। দুর্নীতির বিরুদ্ধে যিনি আন্না-হাজারের সঙ্গে লড়াইয়ে সামিল হয়েছিলেন তিনি কিনা দিল্লির কথিত আফগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন। একথা যেন এখনও মানতে পারছেন না কেজরিওয়ালের গ্রামের মানুষজন। অনেকেই ইডির ডাকে কেজরির হাজিরা এড়ানোকে ভালভাবে নেন নি।