১৮০০ কোটি টাকার ‘ট্যাক্স বাবদ নোটিশের’ পর দিন, কংগ্রেস বলেছে ‘গত রাতে আরও দুটি নোটিশ পেয়েছে’ তারা। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন যে দল “গত রাতে” আরও দুটি আয়কর নোটিশ পেয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “গত রাতে আমাদের কাছে আরও দুটি নোটিশ পাঠানো হয়েছে।” ফের বিজেপির বিরুদ্ধে “কর সন্ত্রাসের” অভিযোগ এনে নির্বাচনের আগে মোদী কংগ্রেসকে পঙ্গু করে চান বলেই উল্লেখ করেছেন রমেশ। এদিকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দাবি করেছেন যে তিনি আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পেয়েছেন। এদিকে সামনেই লোকসভা ভোট তার আগে আসন ভাগাভাগি নিয়ে বিরোধী জোটের মধ্যে বিভাজন প্রকাশ্যে।