• যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধিদল পাঠাতে সম্মতি নেতানিয়াহুর...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে প্রতিনিধিদল পাঠানোয় অনুমোদন দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কায়রোতে প্রতিনিধিদল পাঠানো হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা প্রধানদের পরিস্থিতি বিবেচনায় কাজ করার সুযোগ দিয়েছেন নেতানিয়াহু। গত সোমবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করে। নিরাপত্তা পরিষদ গাজায় ইজরায়েল ও প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি পণবন্দিদের নিঃশর্ত মুক্তি চায়।এদিকে রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালত দুর্ভিক্ষ এড়াতে ইজরায়েলকে গাজায় নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশ দিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এমন সতর্কতার পর আদালতের এই নির্দেশ। আন্তর্জাতিক আদালতের নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশ দেওয়ার পরদিনই নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনার সম্মতি দিলেন।
  • Link to this news (আজকাল)