• ‌ সোমালি জলদস্যুদের কবল থেকে ২৩ পাক নাগরিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ১২ ঘণ্টার অভিযান শেষে সোমালি জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানি নাগরিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। নৌসেনার এক আধিকারিক জানান, বৃহস্পতিবার সন্ধেয় আরব সাগরের সোকোত্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ–পশ্চিমে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা ‘আল-কাম্বার ৭৮৬’নৌকাটি হাইজ্যাক করার উদ্দেশ্যে তাতে উঠে পড়েন ন’জন সশস্ত্র জলদস্যু। অপহরণের খবর পেয়ে নৌসেনার টহলদারি জাহাজ ‘আইএনএস সুমেধা’ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছয় যুদ্ধজাহাজ ‘আইএনএস ত্রিশূল’। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। ওই মাছ ধরা নৌকার ২৩ জন পাকিস্তানি কর্মীকেও উদ্ধার করা হয়েছে। নৌকাটিকে ভাল করে পরীক্ষানিরীক্ষার পর সেটিকে নিরাপদ স্থানে ফিরিয়ে নিয়ে এসে তার স্বাভাবিক কাজে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নৌসেনা। প্রসঙ্গত, আরব সাগরে বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন জাহাজ এবং নৌকাকে সোমালি জলদস্যুদের হামলার কবলে পড়তে হয়েছে।
  • Link to this news (আজকাল)