• আবগারি দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরা দিলেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় এবার ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা কৈলাস গেহলটকে এবার ডেকে পাঠাল ইডি। গেহলট ইতিমধ্যেই ইডি অফিসে হাজিরা দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়ার পরই সমন যায় কৈলাস গেহলটের কাছে। আবগারি দুর্নীতি মামলায় গেহলটকে জিজ্ঞাসাবাদ করবে ইডি এমনটাই জানা গিয়েছে। ইডির দাবি আবগারি দুর্নীতির অর্থ আপ গোয়া এবং পাঞ্জাব নির্বাচনে খরচ করেছে। এই মামলার ইতিমধ্যেই দিল্লির তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে আপের সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ শিশোদিয়াকে। বিআরএস নেত্রী কে কবিতাও বর্তমানে জেলে রয়েছেন। 
  • Link to this news (আজকাল)