• ‌ অন্যের প্যানকার্ড ব্যবহার করে ৪৬ কোটি টাকার লেনদেন, আয়কর নোটিস পেয়ে মাথায় হাত মধ্যপ্রদেশের পড়ুয়ার ...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্যান কার্ড প্রতারণার শিকার মধ্যপ্রদেশের এক কলেজ পড়ুয়া। ২৫ বছর বয়সি পড়ুয়া প্রমোদকুমার ডান্ডোটিয়া ৪৬ কোটি টাকার লেনদেন সংক্রান্ত আয়কর নোটিস পেয়েছেন। গোয়ালিয়রের বাসিন্দা ওই কলেজ পড়ুয়া এই নোটিস পেয়ে হতবাক। কারণ আয়কর বিভাগ প্রমোদকে যে নোটিস পাঠিয়েছে, তাতে বলা হয়েছে, ২০২১ সালে তাঁর প্যান কার্ড ব্যবহার করে দিল্লি এবং মুম্বইয়ে একটি সংস্থা চালু করা হয়েছে। সেই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। প্রমোদকে নোটিস পাঠিয়েছে জিএসটি বিভাগও। যেহেতু প্রমোদের প্যান কার্ড ব্যবহার করে সংস্থা খোলা হয়েছে, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে প্রমোদের নাম। নোটিস পেয়েই পুলিশের দ্বারস্থ হন প্রমোদ। তাঁর কথায়, ‘‌জানিই না কীভাবে আমার প্যান কার্ডের অপব্যবহার করা হয়েছে এবং কীভাবে ওই লেনদেন হয়েছে।’‌ নোটিস পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রমোদ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। অবশেষে প্রমোদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত নথি পরীক্ষা করে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)