• লোকসভা নির্বাচনের ‌মুখে জঙ্গিপুরে বিজেপি–তে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ বহু কর্মীর ...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদ জেলায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। শনিবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গিপুর বিধানসভা এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় দুই শতাধিক বিজেপি সমর্থক পরিবার। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন আজ বিজেপি পরিবারগুলোর হাতে তৃণমূলের পতাকা তুলে তাদের বৃহত্তর তৃণমূল পরিবারে বরণ করে নেন। জাকির হোসেন বলেন, ‘‌সুতি–১ ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে স্থানীয় বিজেপি নেতা দেবাশিস মাঝি এবং দুলাল মাঝির নেতৃত্বে প্রায় ২০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল।’‌ তিনি বলেন, ‘‌রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং জঙ্গিপুর বিধানসভা এলাকায় দলের উন্নয়নমূলক কাজ দেখে এই সমস্ত পরিবারগুলো বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিন রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল থাকবে না।’‌ জাকির হোসেন আরও বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ইতিমধ্যেই বংশবাটী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। এছাড়া ওই এলাকার সমস্ত যোগ্য মানুষ ‘‌লক্ষ্মীর ভান্ডার’‌ এবং ‘‌স্বাস্থ্য সাথী’‌ প্রকল্পের সুবিধা পেয়েছে। এলাকার রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে। তাই সকলেই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর আসনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের জয় নিশ্চিত। এই আসনটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে উপহার হিসেবে তুলে দেব।’‌ 
  • Link to this news (আজকাল)