• ‌‌রবিবার থেকেই ভোটপ্রচারে বেরিয়ে পড়ছেন মমতা
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার থেকেই ভোটপ্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার তিনি প্রচার শুরু করবেন কৃষ্ণনগর থেকে। ধুবুলিয়ায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে জনসভা করবেন মমতা। পরের সপ্তাহেই চলে যাবেন উত্তরবঙ্গে ভোটপ্রচারে। তৃণমূল সূত্রে এমনটাই খবর। ৩ এপ্রিল মমতা উত্তরবঙ্গ রওনা হবেন। ৪–৮ এপ্রিল সেখানে থেকেই প্রার্থীদের সমর্থনে প্রচারসভা করবেন তিনি। প্রচারসভার পাশাপাশি মিছিল ও জনসংযোগ করতে পারেন মমতা। সূত্রের খবর, ৪ এপ্রিল মাল থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করার সম্ভাবনা রয়েছে মমতার। এরপর ৫ তারিখ জলপাইগুড়ি টাউনে নির্বাচনী প্রচারসভার কথা রয়েছে তাঁর। তারপর আবার ১৩ এপ্রিল ধূপগুড়ি ও ১৬ এপ্রিল ফুলবাড়িতে মমতার প্রচার কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর। উত্তরবঙ্গে প্রচারের পর মমতা মুর্শিদাবাদের আসনগুলির জন্য প্রচারে যাবেন বলে জানা গেছে। এদিকে বালুরঘাটেও একটি জনসভা করার কথা রয়েছে মমতার। 
  • Link to this news (আজকাল)