• ‌ভোট ঘোষণার পর সরকারি ভবনে কেন দলীয় বৈঠক'‌ তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে নালিশ বিজেপির...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের মালদা। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে গেল বিজেপি। কিছুদিন আগে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মালদার ১০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃণমূল যা ভিত্তিহীন বলে জানিয়েছে। এবার সরকারি গেস্ট হাউসে নির্বাচনী রণকৌশল ঠিক করতে বৈঠক করেছে তৃণমূল– এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। জানা গেছে, বৃহস্পতিবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম–সহ তৃণমূল কংগ্রেসের মালদা জেলার দুই লোকসভার প্রার্থী এবং নির্বাচন কমিটির সদস্যরা। কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর সরকারি ভবনে দলীয় বৈঠক কেন, এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দ্বারস্থ হয়েছে কমিশনের। এদিকে, বৈঠকের কথা স্বীকার করে নিয়ে তৃণমূল জানিয়েছে অনুমতি নিয়েই বৈঠক করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)