• ‌দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, দেহ আটকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রাকের ধাক্কায় মৃত শ্রমিকের দেহ পাচারের অভিযোগ ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর। ঘটনাটি ঘটেছে কাঁকসার একটি বেসরকারি কারখানায়। মৃত যুবকের নাম সুজয় বিশ্বাস (২৬)। কাঁকসার গোপালপুরের বাসিন্দা সুজয় শুক্রবার সন্ধেয় গোপালপুর শিল্পতালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় নাইট শিফটের কাজে যোগ দিয়েছিল। রাতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কারখানা চত্বরের ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছিল সে। রাত সাড়ে এগারোটা নাগাদ কারখানার ভেতরেই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুজয়কে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে মারা যায় সুজয়। স্থানীয়রা এই খবর পেয়ে কারখানার ভেতর ঢুকে যায়। অভিযোগ ওঠে, ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যুর পর মৃতদেহ চার চাকার গাড়িতে করে অন্যত্র গায়েব করার পরিকল্পনা ছিল কারখানা কর্তৃপক্ষের। এরপরই উত্তেজিত স্থানীয়রা ওই চার চাকা গাড়ি ও ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালায়। আধিকারিকদেরও মারধর করা হয়। কারখানার ভিতরে মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও প্রকৃত তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে চলে বিক্ষোভ। যা শনিবার সকালেও অব্যাহত রয়েছে। 
  • Link to this news (আজকাল)