• কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ, ঢাকুরিয়া ব্রিজ অবরোধ বিজেপির...
    আজকাল | ৩০ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সন্ধ্যায় বিজেপির অবরোধ ঘিরে উত্তাল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকা। কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলার পদাধিকারীদের অন্যায় ভাবে গ্রেপ্তার এবং তৃণমূলের আক্রমণের প্রতিবাদে এদিন সন্ধ্যায় ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করেন বিজেপি কার্যকর্তারা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। লাইন দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। ঘটনাস্থলে উপস্থিত কলকাতা দক্ষিণের প্রার্থী দেবশ্রী চৌধুরী।এদিন ঢাকুরিয়ার বিজেপির নির্বাচনী কার্যালয় পতাকা এবং ফেস্টুন খোলা নিয়ে পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাধে। পুলিশের সঙ্গে বচসায় হয়ে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। বিজেপি দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি সহ এই ঘটনায় গ্রেপ্তার হন পাঁচ ব্যাক্তি। তাদের মুক্তির দাবিতে ঢাকুরিয়া ব্রিজের ওপর অবরোধ দেখান বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী। প্রতিবাদের সঙ্গে যুক্ত থাকায় আটক হন তিনিও। প্রায় দেড় ঘণ্টা ব্রিজ অবরোধ করে রাখেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থীকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। যানজট কমানোর জন্য একটি লেনের রাস্তা খুলে দেওয়া হয়। সেখান থেকেই যাতায়াত করে সমস্ত গাড়ি।
  • Link to this news (আজকাল)