• অসুস্থতার কারণে অনুপস্থিত আডবাণী, ৪ প্রাপকের পরিবারের হাতে 'ভারতরত্ন' তুলে দিলেন রাষ্ট্রপতি
    আজ তক | ৩০ মার্চ ২০২৪
  • ভারতরত্ন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবার ভারতরত্ন পেয়েছন মোট ৫ জন। সমাজতান্ত্রিক আইকন চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুর এবং কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন মরণোত্তর সর্বোচ্চ অসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

    পঞ্চম পুরস্কারপ্রাপ্ত হলেন এলকে আডবাণী। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দেননি। রাষ্ট্রপতি মুর্মু আগামীকাল তাঁর বাসভবনে গিয়ে পুরস্কার হাতে তুলে দিতে পারেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে তাঁর বাবাকে দেওয়া পুরস্কার গ্রহণ করেন নরসিমা রাওয়ের ছেলে পিভি প্রভাকর রাও। চৌধুরী চরণ সিংয়ের নাতি এবং রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) সভাপতি জয়ন্ত চৌধুরী রাষ্ট্রপতি মুর্মুর কাছ থেকে সম্মান গ্রহণ করেছেন। অন্যদিকে, স্বামীনাথনের মেয়ে নিত্য রাও এবং কর্পুরী ঠাকুরের ছেলে রাম নাথ ঠাকুর রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

    গত মাসেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লালকৃষ্ণ আডবাণীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেন, 'শ্রী এল কে আডবাণীজিকে ভারতরত্ন প্রদান করা হবে, তা জানাতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমসাময়িক সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি অন্যতম। ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। তিনি যেমন তৃণমূল স্তরেও কাজ করেছেন, তেমনই উপ-প্রধানমন্ত্রী হিসাবে দেশের সেবাও করেছেন।'
  • Link to this news (আজ তক)