• ৩ জেলায় শিলাবৃষ্টি, বাকি জেলাগুলির কী অবস্থা? আবহাওয়ার পূর্বাভাস
    আজ তক | ৩০ মার্চ ২০২৪
  • চৈত্রের গরমে হিমশিম কলকাতা। শনিবার সকাল থেকেই গুমোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদে নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। এপ্রিলের শুরুতে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। এপ্রিলের প্রথম দুই দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে গরমে স্বস্তির বার্তাও দিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    বৃষ্টির পূর্বাভাস
     
    হাওয়া অফিস জানিয়েছে, আজ বিকেল বা সন্ধের পর কলকাতা-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্য দিকে, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। 

    আরও গরম বাড়বে

    আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায়  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে  ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে।  এপ্রিলের প্রথম ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সেইসঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। 

    কলকাতায় কত তাপমাত্রা?

    হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ। 

    কোথায় কত তাপমাত্রা?

    দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ১৭.৬  ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে তাপমাত্রা ৩২.৮  ডিগ্রি।  মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২  ডিগ্রি। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রিতে। দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬  ডিগ্রি। কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। 
  • Link to this news (আজ তক)