• ইডি, সিবিআই কর্তাদের সমঝে চলার হুঁশিয়ারি দিলেন রাহুল
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মার্চ ২০২৪
  • দিল্লি, ২৯ মার্চ? এবার সরাসরি ইডি, সিবিআই, আয়কর কর্তাদের হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধি৷ দলীয় দফতরে বসে শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, ‘আজকের সরকার কিন্ত্ত চিরদিন থাকবে না, সমঝে চলুন, সরকারের কথা শুনে বিরোধীদের প্রতি অন্যায় আচরণ করলে, যেদিন সরকার বদলে যাবে, সেদিন কিন্ত্ত শাস্তির মুখে পড়তে হবে৷’
    আয়কর দফতরের তরফে কংগ্রেসকে ১৮০০ কোটি টাকার ডিমান্ড লেটার পাঠানো হয়েছে৷ যে নিয়মে কংগ্রেসকে এই চিঠি পাঠানো হয়েছে, সেই একই নিয়মে বিজেপিকেও ৪০০০ কোটি টাকার নোটিশ পাঠানোর কথা৷ কিন্ত্ত বিজেপি করলেই সাতখুন মাপ৷ এমনটাই অভিযোগ রাহুলের৷ এদিন দলের সদর দফতরে বসে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের উদ্দেশে রাহুলের হুঁশিয়ারি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে৷ সাম্প্রতিক সময়ে কোনও নেতাকে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের বিরুদ্ধে এমন কড়া ভাষায় কথা বলতে শোনা যায়নি৷
    উল্লেখ্য, আয়কর নোটিশকে সামনে রেখে আজ ও কাল কংগ্রেস সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে৷ এছাড়া কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে যে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে এই ইসু্য নিয়ে সরব হবে কংগ্রেস৷ রাহুল গান্ধি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই সমাবেশে যোগ দেবেন৷ প্রতিনিধি থাকবে তৃণমূলের তরফেও৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)