Eid-Ul-Fitr 2024 : খুশির ইদ কবে? দিনক্ষণ ঘোষণা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার
এই সময় | ৩০ মার্চ ২০২৪
বেশিরভাগ মুসলিম দেশগুলিতেই আগামী ১০ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সেন্টারের অনুমান অনুযায়ী, ১০ তারিখের আগেই দেখা যাবে ইদের পবিত্র চাঁদ।ইন্দোনেশিয়া, মালয়শিয়া, মরোক্কোর মতো দেশগুলিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১২ এপ্রিল। আবার ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিও ১২ তারিখ থেকেই রমজান পালন শুরু করেছেন। তবে ১১ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ আরব দেশগুলিতে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সেন্টারের মতে আগামী ৯ এপ্রিল ইদের পবিত্র চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের ডিরেক্টর মহম্মদ শওকত ওদেহ বলেন, 'মধ্য এশিয়া এবং আফ্রিকার কিছু অংশ থেকে ইদের পবিত্র চাঁদ খালি চোখে দেখা যাবে আগামী ৯ এপ্রিল। যে দেশগুলিতে ১১ মার্চ রমজান শুরু হয়েছিল, সেই সমস্ত গাল্ফ কান্ট্রিতে ৮ এপ্রিল ইদের চাঁদ দেখা যেতে পারে।' জ্যোতির্বিদ্যা সেন্টারের ওয়েবসাইটে এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি খালি চোখে চাঁদ দেখার জন্য এই সংস্থার তরফে দেড়া হাজার ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছে।'
বেশিরভাগ দেশ যখন আগামী ১০ এপ্রিল খুশির ইদ পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ভারত, বাংলাদেশে তা একদিন পর পালন করা হতে পারে। কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ৯ এপ্রিল চাঁদের দেখা মেলার সম্ভাবনা ক্ষীণ বলেই জানা যাচ্ছে। আগামী ১০ এপ্রিল রমজানের অন্তিম দিন ধরা হচ্ছে জ্যোতির্বিদ্যার হিসেব অনুযায়ী। ওই দিনই খুশির ইদ বা ইদ-উল-ফিতর পালন করবেন মুসলিমরা।
মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সবচেয়ে খুশির পরব ইদ-উল-ফিতর। রমজান মাস শেষে এই উৎসব পালিত হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, দশম মাসে ইদ-উল-ফিতর পালন করেন মুসলিমরা। এই মাসের প্রথম তারিখটিই হয় খুশির ইদের দিন। ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাস, মক্কা থেকে মদিনা যাওয়ার পর ইদ-উল-ফিতর পালন শুরু করেন হজরত মহম্মদ। তাঁদের দাবি হজরত মহম্মদকে ধন্যবাদ জানানোর জন্যই এই ইদ উদযাপন করা হয়। খুশির ইদের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন সকলে। চাঁদ দেখার উপর নির্ভর করে ইদের নির্ঘণ্ট প্রকাশ করা হয় আনুষ্ঠানিকভাবে। তার উপর ভিত্তি করে এক একটি দেশ এক একরকমভাবে সরকারি ছুটি ঘোষণা করে। সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা 'আমিরাতস এস্ট্রোনমিক্যাল সোসাইটি'-র তরফে বলা হয়, ৯ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর। তবে গত ১১ মার্চ থেকে মধ্য প্রাচ্যের দেশগুলিতে পালন শুরু হয়েছে রমজান। সে ক্ষেত্রে ইদ অনুষ্ঠিত হতে পারে ১০ এপ্রিল।