• Taliban News : পরকীয়া করলেই চরম শাস্তি মহিলাদের! হুমকি তালিবানের
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • পরকীয়া করলেই মহিলাদের প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যর হুমকি দিল তালিবান প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা। একটি অডিও বার্তায় জানানো হয়েছে, প্রথমে বেত দিয়ে তারপর পাথর ছুঁড়ে মারা হবে মহিলদের।এমনিতেই মহিলাদের উচ্চশিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি মহিলাদের চাকরির ক্ষেত্রেও জারি করা হয়েছে নানান বিধিনিষেধ। এবার মহিলাদের উপর অত্যাচারের নতুন ফিকির বের করল তালিবান।

    বর্তমানে কোনও পুরুষ সঙ্গী ছাড়া আফগানিস্তানের রাস্তায় বেরোতে মহিলারা বেরোতে পারবেন না বলে নিষেধ জারি করা হয়েছে। এমনকি পরিবারের মধ্যেও কড়া শাসনে থাকতে হয় আফগান মহিলাদের। প্রশ্ন উঠছে তাহলে এতো আঁটোসাটো নিয়মের মধ্যে থেকে কীভাবে পরকীয়া করবেন মহিলারা তাই নিয়ে। তালিবান প্রধানের অডিও বার্তায় অনেকেরই আশঙ্ক যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মহিলাদের পাথর মেরে খুন করা হতে পারে।

    পশ্চিমী গণতন্ত্র ও মহিলাদের অধিকারের বিরোধিতা করে তালিবান প্রধান বলেছে, মহিলাদের পাথর মেরে হত্যা করলে সবাই বলে মহিলাদের অধিকার লঙ্ঘণ করা হচ্ছে। তবে খুব তাড়াতাড়িই আমরা পরকীয়াের শাস্তি হিসেবে মহিলাদের পাথর মেরে হত্যা করা চালু করব। প্রকাশ্যেই মহিলাদের মারব। আফগানিস্তানের সরকারি টেলিভিশনে তালিবান প্রধানের অডিও বার্তা সম্প্রচার করা হয়েছে।

    তালিবানরা আফগানিস্তানকে অন্ধকার যুগে নিয়ে যেতে পারে এমন আসঙ্কা সত্যি হতে পারে। তালিবান প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা রাষ্ট্রীয় টেলিভিশনে ভয়েস বার্তায় প্রকাশ্যে ঘোষণা করেছে আফগানি মহিলাদের পরকীয়াের শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত মারা হবে। তারপর পাথর মেরে হত্যা করা হবে।

    উল্লেখ্য ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন তালিবানদের ক্ষমতা থেকে উৎখাত করেছিল। তবে তালিবানিরা কখনওই চলে যায়নি। ২০২১ সালে তালিবানরা ফের ক্ষমতায় আসে। ২০২১ সালে ক্ষমতায় আসার পর তালিবানরা আমেরিকান বা সরকারের সঙ্গে যারা কাজ করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালায়। ক্ষমতায় আসার পর তালিবানরা ইসলামিক আইনের কঠোর ব্যাখ্যাও পুনর্বহাল করেছিল। এই ইসলামিক আইন মেনেই তারা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান পরিচালনা করেছিল। সেই সময় মহিলাদের স্কুলে যাওয়া বা বাড়ির বাইরে কাজ করা নিষিদ্ধ ছিল। মহিলাদের সর্বাঙ্গিনভাবে বোরখা পরে হয়েছিল। বাড়ির বাইরে গেলে সঙ্গে একজন পুরুষ আত্মীয় থাকতে হতো। সেই সয় তালিবানরা গান বন্ধ করে দেয়। চোরদের হাত কেটে দিয়েছিল এবং পরকীয়ািদের পাথর মেরেছিল।
  • Link to this news (এই সময়)