• Fact Check: নির্বাচনী বিধি লঙ্ঘন করে AAP-এর পোস্টার ছেঁড়া! ভাইরাল হওয়া ভিডিয়ো সম্পূর্ণ ভুয়ো
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনী বিধিও কার্যকর হয়েছে কমিশনের তরফে। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। ভিডিয়োতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ, বিরোধীরা আম আদমি পার্টির পতাকা খুলে নিয়েছেন। অথচ হাতও পড়েনি বিজেপির পতাকায়। অভিযোগ, এসব কমিশনের চোখে পড়া সত্ত্বেও চোখ বন্ধ করে রয়েছে কমিশন। অভিযোগ, ঘটনার বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি কমিশনের তরফে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি দেদার ভাইরাল হয়েছে, বিভিন্ন পেজ থেকে শেয়ারও হচ্ছে ভিডিয়োটি। কিন্তু, আদৌ এই ভিডিয়োর সত্যতা রয়েছে? ভিডিয়োটি কবে কার? আদৌ কি আম আদমির পার্টি ব্যানার খুলে নেওয়া হয়েছে? খতিয়ে দেখল এই সময় ডিজিটাল।কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে?

    ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি ট্রাকের উপর উঠে বিদ্যুতের খুঁটি থেকে রাজনৈতিক দলের ব্যানার খুলে নিচ্ছেন। ভিডিয়োতে দাবি করা হয়েছে, ওই ব্যানারগুলি আম আদমি পার্টির। ওই ব্যক্তি আম আদমি পার্টি ব্যানারগুলো খুলে নিলেও হাত পড়েনি বিজেপির ব্যানারগুলিতে। সেগুলি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়েছে। ভিডিয়োতে দাবি করা হয়েছে ওই ব্যক্তি আদর্শ আচরণ বিধি না মেনেই আপের সব ব্য়ানারগুলি খুলে নিয়েছেন। তবুও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ, কমিশন বেছে বেছে বিরোধীদের টার্গেট করছে।

    নেটিজেনরা এই ভিডিয়ো দেখে দাবি করেছেন, লোকসভা নির্বাচনের আগে আপের প্রচার কাজে বাধা দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এক্ষেত্রে দুই দুই আচরণ করছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর ১৬ মার্চ নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়। এই আচরণবিধিতে ভোটের আগে রাজনৈতিক দলগুলি কী কী কাজ করতে পারবেন ও কী কী কাজ করতে পারবেন না তার সীমারেখা টেনে দেওয়া হয়েছে।

    একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন। এক্স হ্যান্ডেলে শেয়ার করা ওই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, 'শেম অন ইউ @ECISVEEP (নির্বাচন কমিশনকে ধিক্কার)। একবার আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেলেপ্রতিটি সরকারি সংস্থা ECI-এর নিয়ন্ত্রণে থাকে। অথচ তারা এখন মাত্র পাঁচটি জাতীয় দলের সুপ্রিমোদের গ্রেফতারের অনুমতি দেয়। এখন ইচ্ছা করে আপের প্রচার কাজে বাধা দেওয়া হয়েছে। সুষ্ঠ ও অবাধ নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে।' এই পোস্টটির ভিউ হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার।

    এই ভিডিয়োর মাধ্যমে চলছে অপপ্রচার

    অনুসন্ধান

    আসলে ভিডিয়োটি অনেক পুরনো। যে ব্যক্তিকে ব্যানার খুলে নিতে দেখা যায় তিনি আসলে ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের (এনএসইউআই) পতাকা সরিয়ে ফেলেছিলেন। এটি কংগ্রেস দলের যুব শাখা। ভিডিওটি ২০২৪ সালের জানুয়ারিতে শ্যুট করা হয়েছিল। তখনও পর্যন্ত মডলে কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণ বিধি জারি হয়নি।

    কী ভাবে আসল তথ্য সামনে এল?

    ভাইরাল ভিডিওটিতে ইনস্টাগ্রাম লোগো সহ 'NSUIRajasthanOfficial'-এর ওয়াটারমার্ক রয়েছে। সাধারণত এই পদ্ধতি তখনই প্রয়োগ করা হয় যখন কোনও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে আসল ভিডিও ডাউনলোড করা হয়। রাজস্থানের NSUI-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি মিলেছে। ১৪ জানুয়ারি ২০২৪-এ ভিডিয়োটি আপলোড করা হয়।

    ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর শহর থেকে এসেছে এই ভিডিয়োটি। ভিডিয়োটিতে আরও উল্লেখ করা হয়েছে, NSUI-এর রাজস্থানের সভাপতি বিনোদ জাখরের শহরে সফরের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার নির্দেশে পোস্টারগুলি সরানো হয়েছিল। ভাইরাল ভিডিওটি NSUI রাজস্থানের X (আগের টুইটার ) এবং ফেসবুক অ্যাকাউন্টে ১৪ জানুয়ারি, ২০২৪-এ শেয়ার করা হয়েছিল। অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণার আগে অনেক আগেই ভিডিয়োটি পোস্ট করা হয়। ভিডিয়োটি নিখুঁত ভাবে দেখলে চোখে পড়বে পোস্টারগুলিতে 'বিনোদ জাখর' এবং 'এনএসইউআই রাজ্য সভাপতি'- নামলেখা রয়েছে। ফলে এটা স্পষ্ট যে এই পোস্টারগুলি আম আদমি পার্টির নয়।

    আসল ভিডিয়ো

    View this post on InstagramA post shared by NSUI Rajasthan (@nsuirajasthanofficial)

    বিনোদ জাখরের ভাই ও NSUI কর্মী রাজেশ ঝাকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, 'এই ভিডিয়োটি তোলা হয়েছে ১৩ জানুয়ারি। আপলোড করা হয়েছে ১৪ জানুয়ারি। যখন আমার ভাই (বিনোদ জাখর) প্রথমবার রাজস্থানে আসেন তার আগে এই ব্যানারগুলি লাগানো হয়েছিল। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সেই সময় রাজস্থান সফরে এসেছিলেন। তবে প্রশাসনের নির্দেশে শুধুমাত্র NSUI-এর পোস্টারগুলি খুলে নেওয়া হয়। বিজেপির পোস্টারগুলি খোলা হয়নি।'

    উপসংহার

    আসলে ভাইরাল ভিডিয়োতে যে ব্যক্তিকে ব্যানারগুলি খুলে নিতে দেখা যায় তিনি ১৩ জানুয়ারি রাজস্থানের জয়পুরে NSUI-এর পোস্টারগুলি খুলে নিয়েছিলেন। নির্বাচনের দিন ঘোষণার অনেক আগের ঘটনা এটি। সুতরাং ভিডিয়ো ঘিরে যে দাবিগুলি উঠছে তারও সত্যতা নেই।

    (This story was originally published by logicallyfacts and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)