• BJP Manifesto Committee : ইস্তেহার প্রকাশের আগে বড় চমক, রাজনাথ-স্মৃতি-নির্মলাকে নিয়ে বিশেষ কমিটি বিজেপির
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের প্রচার চলছে জোরকদমে। ইতিমধ্যেই প্রায় ৪০০ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে ফেলেছে গেরুয়া শিবির। প্রস্তুতি চলছে লোকসভা ভোটের ইস্তেহারেরও। ৩৭০ আসনের টার্গেট নিয়ে ময়দানে নামা BJP এবার ইস্তেহারের জন্য একটি বিশেষ কমিটি গঠন করল। রাজনাথ সিং, স্মৃতি ইরানির মতো কিছু হেভিওয়েট প্রার্থীকে রাখা হয়েছে এই কমিটিতে।ইস্তেহার কমিটিতে কারা?বর্ষীয়ান নেতা রাজনাথ সিং BJP-র ইস্তেহার কমিটির চেয়ারপার্সন। তাঁর প্রতিনিধিত্বে এই কমিটিতে রাখা হয়েছে আরও ২৬ জনকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই কমিটির আহ্বায়ক। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সহযোগী আহ্বায়ক।

    চলতি লোকসভা নির্বাচনে ৯৭ কোটি ভোটার ভোটদান করার সুযোগ পাবেন। সাতটি দফায় এবারের নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। চলবে ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে এগোচ্ছে NDA। নরেন্দ্র মোদী NDA জোটের জন্য চারশো এবং দলের জন্য ৩৭০ আসনের টার্গেট নিয়েছেন।

    ২০১৪ সালের নির্বাচনের সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল BJP-র 'আবকি বার মোদী সরকার।' ২০১৯ সালে তাদের স্লোগান ছিল, 'ফির একবার মোদী সরকার।' তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার জন্য সম্পূর্ণ আশাবাদী। ৫৪৩ আসনের মধ্যে ৩৭০-এর বেশি আসনে জিতে সংসদে যেতে অঙ্গীকারবদ্ধ নমো। সেই লক্ষ্যেই ইস্তেহার তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে BJP। তার আগে গঠন করা হল একটি কমিটি।

    কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণূ, স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর, কিরেণ রিজিজু এবং অর্জুন মুণ্ডার নাম রয়েছে এই ২৭ সদস্যের কমিটিতে। এ ছাড়াও তালিকায় রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল, ভূপেন্দ্র যাদব, বিষ্ণু দেও সাঁই, ভূপেন্দ্র প্যাটেল, শিবরাজ সিং চৌহান, মোহন যাদব, বসুন্ধরা রাজে এবং রবিশংকর প্রসাদ। পাশাপাশি BJP-র এই ইস্তেহার প্রণয়ন করার জন্য কমিটিতে রাখা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে।

    এদিকে, ইতিমধ্যেই লোকসভা ভোটের মুখে ইস্তেহার প্রকাশ করে ফেলেছে কংগ্রেস। পাঁচ বড় ন্যায়ের গ্যারান্টি দিয়েছে হাত শিবির।সেগুলি হল কিষাণ ন্যায়, যুব ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিসসেদারি ন্যায়। মোদীর গ্যারান্টির পালটা হিসেবে দেওয়া হয়েছে এই পাঁচ বড় গ্যারান্টি। এর মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে 'মহালক্ষ্মী' যোজনাও। এ ছাড়াও যুব সম্প্রদায়ের জন্য এক চাকরির গ্যারান্টিও দিচ্ছে হাত শিবির।
  • Link to this news (এই সময়)