• বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রের মদ্যপানের ভাইরাল ছবি ভুয়ো
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • বসিরহাট কেন্দ্রে এবার সন্দেশখালির 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে প্রার্থী করেছে BJP। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ফোনে কথাও বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্রচারে নেমেছেন রেখা পাত্র।কিন্তু, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেদার ভাইরাল হয়েছে। যেখানে দুই মহিলার সঙ্গে বসে মদ্যপান করতে দেখা যাচ্ছে রেখা পাত্রকে। বিভিন্ন পেজ থেকে BJP প্রার্থীর এই ছবি শেয়ার হচ্ছে। কিন্তু, আদৌ এই ছবির কি কোনও সত্যতা রয়েছে? খতিয়ে দেখল এই সময় ডিজিটাল।

    কী ভাইরাল হয়েছে?

    'পকেট মার বিজেপি' নামক একটি পেজ থেকে ছবি শেয়ার করা হয়েছে। যেখানে রেখাকে দেখা যাচ্ছে। হাতে গ্লাস ধরে তিনি, যাতে মদ ঢেলে দিচ্ছেন অপর মহিলা। অপর এক ইউজার মনমথ রায়ও একই ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'দেখুন ইনি হলেন বসিরহাট লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী। দেখুন কি অবস্থা বিজেপির। বিজেপি হাঁটাও দেশ বাঁচাও।' এই পোস্টগুলি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তা ছড়িয়ে পড়েছে।

    এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

    ভাইরাল ছবিতদন্ত

    এই ভাইরাল ছবিতে বেশ কিছু জিনিস খটকা লাগার মতো। অন্যদের মুখে হাসি দেখা গেলেও রেখা সেই জায়গায় অনেক গম্ভীর। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায় ২০১৬ সালে ১২ অগাস্ট 'লড়কি বিউটফুল করগি চুল' নামক একটি ফেসবুক পেজ থেকে ছবিটি প্রথম পোস্ট করা হয়েছিল। সেখানে রেখা নয়, অন্য এক মহিলার ছবি ছিল। সেখানে তিনজন অন্য মহিলা ওই একই ফ্রেমে বসে রয়েছেন।

    মাঝে বসা মহিলার ছবি সরিয়ে দিয়ে রেখা পাত্রের ছবি ব্যবহার করা হয়েছে। এর আগে, তামিল ব্রাক্ষ্মিন ডট কম নামক একটি ওয়েবসাইট থেকে তা প্রকাশ হয় ২০১৬ সালে। সেখানেও রেখা নেই।

    ২০১৬ সালে এই ছবি পোস্ট হয়

    সত্যিটা কী?এই মদ্যপানের ছবিটির আসল উৎস প্রসঙ্গে জানা সম্ভব হয়নি। তবে রেখার ছবি যে সুপার ইমপোজ করে বসানো হয়েছে, তা স্পষ্ট। তবে তা কবেকার ছবি, এখনও পর্যন্ত স্পষ্ট নয়। একেবারে অন্য একটি মহিলা, যিনি ওই ছবিগুলিতে মাঝে রয়েছেন তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। ২০১৬ সালের সেই ছবিই নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর সঙ্গে রেখার কোনও সম্পর্ক নেই। বা ছবি ঘিরে যে দাবিগুলি উঠছে তারও সত্যতা নেই।

    (This story was originally published by Aaj Tak Bangla, and republished by Ei Samay Digital as part of the Shakti Collective.)
  • Link to this news (এই সময়)