• ‘২১ টাকায় ভোট কিনছে’, মোদীর টাকা ফেরতের দাবি ‘জুমলা’, হিসাব বোঝালেন অভিষেক
    এই সময় | ৩০ মার্চ ২০২৪
  • নদিয়ার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রী মোদী ED-র দ্বারা বাজেয়াপ্ত হওয়া টাকা সাধারণ মানুষকে ফেরতের কথা জানিয়েছেন। যা নিয়ে চরম বিরোধিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার মোদীর সেই দাবিকে ‘ভাঁওতাবাজি’ বলে ব্যাখ্যা দিলেন অভিষেক।অভিষেক শনিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর কেন্দ্র থেকে মোদীর এই দাবি নিয়ে একটি হিসাব তুলে ধরেন। তিনি জানান, মোদী যদি ইডি দ্বারা বাজেয়াপ্ত করা ৩০০০ কোটি টাকা সাধারণ মানুষকে ফেরত দেন, দেশের সব নাগরিক মাথা পিছু ২১ টাকা করে পাবেন। সারদা দুর্নীতির টাকা এখনও কেউ ফেরত পেল না, এই টাকা কী করে ফেরত পাবেন? প্রশ্ন তোলেন অভিষেক।

    অভিষেক এদিনের জনসভা থেকে বলেন, ‘১০ বছর ধরে সারদার তদন্ত হচ্ছে, কেউ টাকা ফেরত পেয়েছে?’ অভিষেক প্রধানমন্ত্রীর দাবিকে কটাক্ষ করে বলেন, ‘ইডি বাজেয়াপ্ত করা টাকা যদি সারা দেশের মানুষকে ফেরত দেন…সারা দেশে ১৪০ কোটি মানুষ রয়েছেন। টাকা ফেরত দিল এক একজন মানুষ ২১ টাকা করে পাবেন। ২১ টাকা দিয়ে এরা পাঁচ বছরের জন্য ভোট কিনে নিতে চাইছেন। এঁদের ফাঁদে আপনারা পা দেবেন?’ প্রশ্ন তোলেন অভিষেক।

    ইডি-র টাকা মোদী ফেরাতে চান বাংলার মানুষকে, কী ভাবে সম্ভব?

    প্রসঙ্গত, গত মঙ্গলবার নদিয়া জেলার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির বধূ অমৃতা রায়কে ফোন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে কথোপকথনের সময় মোদী উল্লেখ করেন, রাজ্যের একাধিক দুর্নীতির বিষয়ে তদন্তে করতে গিয়ে বাংলায় ইডি যে অর্থ বাজেয়াপ্ত করেছে, সেটা যাতে এই রাজ্যের গরিবদের কাছে যায়, তা নিশ্চিত করার জন্য তিনি পদক্ষেপ করছেন। এ জন্য আইনি বিকল্পগুলি কী কী রয়েছে, তা দেখছেন। ভোটের পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

    বিষয়টি সামনে আসতেই এই নিয়ে চরম বিরোধিতা শুরু করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। ইডি দ্বারা বাজেয়াপ্ত করা টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও বাংলার একাধিক প্রকল্পে যে পাওনা টাকা রয়েছে, সেটা কেন দেওয়া হচ্ছে না, সেই বিষয় নিয়ে ফের এদিন প্রচারে প্রশ্ন তোলেন অভিষেক। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের হয়ে এদিন প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ব্যবধান বাড়ানোর ব্যাপারে প্রচার সভায় আর্জি জানান অভিষেক।
  • Link to this news (এই সময়)